মুসলিম ভোটাররা আপনার সম্পত্তি নয়। মমতাকে কড়া বার্তা ওয়েইসির। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মুসলিম ভোটাররা আপনার সম্পত্তি নয়। মমতাকে কড়া বার্তা ওয়েইসির।

পশ্চিমবঙ্গ: মুসলিম ভােটারেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নয় উনি এ বার নিজের ঘর সামলান- ঠিক এই ভাষাতেই আজ তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দিলেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি।

Muslim voters are not your property, Asaduddin Owaisi

উত্তরবঙ্গ থেকে গত কালই মমতা অভিযােগ করেছিলেন, পশ্চিমবঙ্গে মুসলিম ভােটের বিভাজন ঘটাতে বিজেপি কোটি কোটি টাকা খরচ করে হায়দরাবাদ থেকে একটি দলকে নিয়ে আসছে। 


ওয়েইসি পাল্টা বলেছেন, “আমাকে টাকা দিয়ে কেনার মতাে কেউ এখনও জন্মায়নি।” ওয়েইসির বক্তব্য সম্পর্কে তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েনের বক্তব্য, “এরা আসলে পরিযায়ী পাখি। ভােট মরসুমে অন্য জায়গা থেকে উড়ে আসে। আবার ভােট শেষ হলেই এরা উধাও হয়ে যায়। তখন আর এদের খোঁজ পাওয়া যায় না।”

বিহারের ভােটে সীমাঞ্চল এলাকায় পাঁচটি আসন জিতে নেওয়ার পরে এ বার তাঁর নজরে যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভােট, সে কথাও আগে থেকেই জানিয়ে রেখেছেন ওয়েইসি৷

পশ্চিমবঙ্গ ঘেঁষা বিহারের আসনগুলিতেই জিততে সফল হয়েছে এআইএমআইএম। তাতেই বাংলার ভােট নিয়ে উৎসাহ বেড়েছে ওয়েইসির।

তবে বিষয়টিকে বিজেপির চাল হিসেবে তুলে ধরে গত কাল জলপাইগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযােগ করেন, হায়দরাবাদের একটি দলকে বাংলার ভােটে নামাতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি।

তৃণমূল নেত্রী দাবি করেন, বিজেপির পরিকল্পনা হিন্দু ভােট কুড়িয়ে নেওয়া। আর ওয়েইসির দলকে দিয়ে মুসলিম ভােটে বিভাজন। মমতা বলেছিলেন, “বিহারেও এমনটাই করেছে তারা। 

হায়দরাবাদের দলটি আসলে বিজেপির বি-টিম।” মমতার এই আক্রমণের জবাব দিতে আজ সােশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন ওয়েইসি।

টুইটারে তৃণমূল নেত্রীর উদ্দেশে লিখেছেন, “এত দিন আপনি অনুগত মীরজাফরদেরই চিনেছেন। আপনি এমন মুসলিমদের চান না যাঁরা নিজেদের কথা ভাবতে আর বলতে পারেন। আপনি আমাদের বিহারের ভােটাদাতাদের অপমান করেছেন। ভেবে দেখুন, আমাদের ভােট কাটুয়া বলেছিল যারা, সেই দলগুলির কী হাল হয়েছে।


মুসলিম ভােট আপনার সম্পত্তি নয়।” টাকা দিয়ে তাঁকে কেনার অভিযােগ খারিজ করে হায়দরাবাদের সাংসদের মন্তব্য, “আসাদউদ্দিন ওয়েইসিকে টাকা দিয়ে কিনতে পারে, এমন কেউ জন্মায়নি। ওঁর (মমতা) অভিযােগ ভিত্তিহীন।

উনি অস্থির হয়ে উঠেছেন। উনি আগে নিজের ঘর সামলান। অনেকে তাে তাঁর দল ভেঙে বিজেপিতে চলে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad