বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডােনাল্ড ট্রাম্প এলিয়েন্সের উপস্থিতির কথা স্বীকার করে নিয়েছিলেন।
যদিও নাসার বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বে এখুনি শিলমােহর দিতে চান না। কিন্তু রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অধ্যাপক জ্যাক ডি টার্নার দাবি করেছেন ৫১ আলােকবর্ষ দূর থেকে তরঙ্গ বার্তা এসেছে।
তিনি বলেছেন, “লাে ফ্রিকুয়েন্সি অ্যারি’ Low Frequency Arry বা লােফার LOFAR নামের যে রেডিও দূরবীনটি নেদারল্যান্ডে স্থাপিত রয়েছে সেখানেই নাকি শব্দ তরঙ্গ ধরা পড়েছে। এলিয়েন্সের উপস্থিতি নিয়ে বিভিন্ন সময় মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের গবেষণাপত্র প্রকাশ পেয়েছে।
বিজ্ঞানীদের এক দল যেমন স্বীকার করে নিয়েছেন, সৌরমণ্ডলের বাইরে অন্য কোনও নক্ষত্রকে কেন্দ্র করে পৃথক সৌরমণ্ডলেও প্রাণের অস্তিত্ব রয়েছে যদিও এলিয়েন্স বা ভিন গ্রহের বাসিন্দাদের উপস্থিতি নিয়ে প্রকৃত কোনও তত্ত্ব বিজ্ঞানীদের হাতে এখনও নেই।
লােফারে যে বেতার তরঙ্গ ধরা পড়েছে তাতে টার্নারের দাবি ৫১ আলােকবর্ষ দূরে তাউবুটস নামের একটি নক্ষত্র কে কেন্দ্র করে যে পৃথক সৌরমণ্ডলটি অবস্থান করছে, সেখান থেকেই তরঙ্গ বার্তা এসেছে।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব অ্যাস্ট্রো ফিজিক্স Indian Institute of Astrophysics অধ্যাপক সুজন সেনগুপ্তও স্বীকার করে নিয়েছেন, নেদারল্যান্ডের 'লােফার' রেডিও দূরবিন যে সিস্নাে গ্রাফিক্সের মতাে গ্রাফ কাগজটি রয়েছে সেখানেই ০,৫২ সেকেন্ডের জন্য একটি কম্পন অনুভূত হয়েছে।
কম্পনের গভীরতা দেখে সুজনবাবু এই মুহূর্তে ভিন গ্রহের বাসিন্দাদের উপস্থিতির কথা স্বীকার না করলেও তিনি বলেছেন, বিষয়টি নিয়ে এখন অনেক গবেষণার প্রয়ােজন আছে। হতে পারে তাউবুটস নক্ষত্রের মধ্যে কোনও বিস্ফোরণ থেকেও শব্দটি বেতার দূরবীনে ধরা পড়তে পারে।
এদিকে টার্নারের এলিয়েন্স নিয়ে গবেষণা রিপাের্টটি প্রখ্যাত বিজ্ঞান সময়িকী ‘দ্য সায়েন্স জার্নাল'-এ প্রকাশিত হয়েছে। যেখানে টানার দাবি করেছেন, সৌরমণ্ডলের বৃহস্পতির ন্যায় একটি বিশাল নক্ষত্র তাউ বুটস। তাকে ঘিরে যে মণ্ডলটি অবস্থান করছে সেখানে অন্য কোনও প্রাণীর উপস্থিতি, তাদের চলাফেরা, বা কথােপকথন কোনও ধ্বনি লােফারের ট্রানজিস্টারে ধরা পড়ে গিয়েছে।
তাউবুটস নক্ষত্রের বিস্ফোরণের যে কথা অ্যাস্ট্রো ফিজিক্স বিভাগের অন্যান্য গবেষকরা তুলছেন তাকে সমর্থন করতে রাজি নন টার্নার। বরং তার দাবি বিভিন্ন সময়বেতার দূরবিনে যে শব্দ তরঙ্গগুলি ধরা পড়েছে। তাতে নিশ্চিত ১০ আলােকবর্ষ দূরেই প্রাণের অস্তিত্ব রয়েছে।
যে শব্দ তরঙ্গটি লােফারে ধরা পড়েছে তার বিশ্লেষণ করেই তাউ বুটস নক্ষত্রকে কেন্দ্র করে যে গ্রহগুলি ঘুরছে তার অভ্যন্তরীণ চিত্র যেমন খোঁজার চেষ্টা করছেন বিজ্ঞানীরা তেমনই সেখানকার পরিবেশ সম্পর্কে
কৌতূহল মিটছে না তাদের।
নক্ষত্রের দূরত্বের ব্যবধানে তড়িৎ চুম্বকীয় রঙ্গতেও পরিবর্তন আসতে বাধ্য। যার ফলে সৌরমণ্ডলের সূর্যতে যেমন সৌর ঝড় ওঠে তেমনই ভিন সৌর মণ্ডলের নক্ষত্রতেও ঝড়ের মাত্রার পরিবর্তন হতে পারে। আর এই ঝড়ের গতিপ্রকৃতি, মাত্রা এবং দিক বদলের পাশাপাশি কসমিক রশ্মির গতিপথেও পরিবর্তন আসছে।
এই সমস্ত পরিবর্তনগুলিকে হাতিয়ার করেই টার্নার ট্রাম্পের সুরেই সুর মিলিয়ে বলেছেন, ‘এলিয়েন্সের উপস্থিতির কথা আমাদের স্বীকার করতেই হবে। হয়তাে
আজ নয়, কিন্তু অদূর ভবিষ্যতে মানব প্রজাতিকেও বেঁচে থাকতে হবে। এলিয়েন্সের সঙ্গে লড়াই করেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.