কলকাতা: শনিবার সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ হৃদরােগে আক্রান্ত হয়ে পড়েছেন।
এরপর তাকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত তিনি সুস্থ রয়েছেন। বুধবারই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে টিভির পর্দায় প্রায় একটি নামী কোম্পানি ফরচুন ওয়েলের বিজ্ঞাপনে দেখা যেত। জানা গেছে মূলত সোশ্যাল মিডিয়ায় সেই তেলের বিরুদ্ধে আক্রমণ এবং ক্রমাগত ট্রোলিংই জন্যই সেই বিজ্ঞাপন সরাতে বাধ্য হলো আদানি উইলমার গোষ্ঠী।
সােশ্যাল মিডিয়ায় নানান ধরনের নানান ছবি পােস্ট করে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন। আর করবে নাই বা কেন, কারণ সকলের প্রিয় দাদা যখন স্বয়ং এই তেলের বিজ্ঞাপণ করতেন। অনেকের প্রশ্ন, কেন এই তেল ব্যবহার করেও সৌরভ অসুস্থ হলেন ?
‘হার্টের সুরক্ষায়’ দাদার করা তেলের বিজ্ঞাপন থেকে দাদাকে সরাল আদানি গোষ্ঠী। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল আদানি গোষ্ঠীর ভোজ্য তেল ফরচুন অয়েলের বিজ্ঞাপন থেকে। মঙ্গলবার থেকে মিডিয়ায় আর সেই বিজ্ঞাপন দেখা যাচ্ছে না। প্রত্যাহার করে নেওয়া হয়েছে ওই বিজ্ঞাপনটি।
মাত্র ৪৮ বছর বয়সে সেই সৌরভ নিজেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ফলে এই ব্র্যান্ডের দরফে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল, তা যে কতটা ‘ভুয়ো’, সেটা নিয়েই সবাই সোশ্যাল মিডিয়ায় সরব।
তাঁদের দাবি, যিনি এই বিজ্ঞাপনের প্রধান মুখ, তিনি নিজেই অসুস্থ। তাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই পণ্যের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করতে হবে। ক্রেতা সুরক্ষা দফতরেও অনেকে নালিশের দাবিও তুলেছেন।
ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন দাদা। কিন্তু তিনি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। এর চার দিনের মাথায় টিভি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সেই তেলের বিজ্ঞাপন সরিয়ে নিল ওই কোম্পানি।
বিনোদনমূলক চ্যানেল হোক বা খবরের চ্যানেল সবেতেই টিভি খুললেই নিয়মিত এই তেলের বিজ্ঞাপনে হাসিমুখে দেখা যেত দাদাকে। দীর্ঘদিন ধরেই টিভিতে ওই তেলের বিজ্ঞাপন করছেন তিনি।
গত বছর জানুয়ারিতে ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ। এই পণ্যের ট্যাগলাইন ছিল ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’, মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে’।
গােষ্ঠীর পক্ষ থেকে জানানাে হয়েছে, আপাতত সব জায়গায় এই বিজ্ঞাপণের প্রচার বন্ধ রাখা হয়েছে। নতুন করে রিব্র্যান্ডিং করে পুনরায় তা সামনে আনা হবে। তবে, কোম্পানির এক কর্তা জানান সৌরভই তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে যুক্ত থাকবেন।
হৃদরােগ বিশেষজ্ঞ দেবী শেঠীর দাবী "দাদার দাদাগিরি অটুট থাকবে। তিনি বলেন, সৌরভ একেবারে ফিট।স্বাভাবিক জীবনযাপন তাে বটেই। কিছুদিন পর ম্যারাথনেও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।"
বিনোদনমূলক চ্যানেল হোক বা খবরের চ্যানেল সবেতেই টিভি খুললেই নিয়মিত এই তেলের বিজ্ঞাপনে হাসিমুখে দেখা যেত দাদাকে। দীর্ঘদিন ধরেই টিভিতে ওই তেলের বিজ্ঞাপন করছেন তিনি।
গত বছর জানুয়ারিতে ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন সৌরভ। এই পণ্যের ট্যাগলাইন ছিল ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’, মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে’।
গােষ্ঠীর পক্ষ থেকে জানানাে হয়েছে, আপাতত সব জায়গায় এই বিজ্ঞাপণের প্রচার বন্ধ রাখা হয়েছে। নতুন করে রিব্র্যান্ডিং করে পুনরায় তা সামনে আনা হবে। তবে, কোম্পানির এক কর্তা জানান সৌরভই তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে যুক্ত থাকবেন।
হৃদরােগ বিশেষজ্ঞ দেবী শেঠীর দাবী "দাদার দাদাগিরি অটুট থাকবে। তিনি বলেন, সৌরভ একেবারে ফিট।স্বাভাবিক জীবনযাপন তাে বটেই। কিছুদিন পর ম্যারাথনেও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।"
প্রসঙ্গত, বুধবারই হাসপাতাল থেকে সৌরভকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার তাকে ছেড়ে দেওয়া হলেও, তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।
দু সপ্তাহ পর মেডিক্যাল বাের্ডের সদস্যরা আবার আলােচনায় বসবেন। তখন ঠিক করা হবে সৌরভের বাকি দুটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানাের প্রয়ােজন হবে কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.