বালাকোট এয়ার স্ট্রাইকে শতাধিক জঙ্গির প্রাণহানির কথা স্বীকার করে নিলেন প্রাক্তন পাক কূটনীতিক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

বালাকোট এয়ার স্ট্রাইকে শতাধিক জঙ্গির প্রাণহানির কথা স্বীকার করে নিলেন প্রাক্তন পাক কূটনীতিক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির দাবির সত্যতা নিয়ে সরব হওয়া ভারতের বিরােধী দলগুলি নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হল।

Former pak diplomat admitted that more than hundred militants were killed in the balakot air strike, Agha Hilaly

পাকিস্তানের এক প্রাক্তন কূটনীতিক কার্যত স্বীকার করে নিলেন বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে ৩০০ জনের মৃত্যু হয়েছিল। 


পুলওয়ামায় CRPF জওয়ানদের বাসের কনভয়ে জঙ্গি হামলার ঘটনার উপযুক্ত জবাব দিতে ভারতীয় সেনা ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি বালাকোটে পাকিস্তানের অন্যতম জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছিল।

পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় CRPF জওয়ান শহিদ হয়েছিলেন। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-mohammed) পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল।

পাক প্রাক্তন কূটনীতিক আগা হিলালি (Agha Hilaly) হাম নিউজের ‘অ্যাজেন্ডা পাকিস্তান' অনুষ্ঠানে বালাকোট হামলায় ৩০০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি সবসময় টেলিভিশন চ্যানেল আয়ােজিত বিতর্ক অনুষ্ঠানগুলােতে পাক বাহিনীর সমর্থনে কথা বলতেন।

তিনিই এখন ইসলামাবাদের দাবির বিরুদ্ধে গিয়ে
বালাকোট হামলায় ৩০০ জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন। স্থানীয় একটি সংবাদ ওয়েব পাের্টাল সন্দেহের অবসান ঘটাতে গিয়ে জানিয়েছে, প্রাক্তন কূটনীতিক আগা হিলালি নয়, প্রাক্তন কূটনীতিক জাফর হিলালি স্বীকার করেছেন।

সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে "পাকিস্তানের এক প্রাক্তন কূটনীতিক সেদিনের ভারতীয় বায়ুসেনার বালাকোট হামলায় ৩০০ জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন"

জাফর হালেলি বলেছেন, ভারত আন্তর্জাতিক সীমানা পেরিয়ে হামলা চালিয়ে ৩০০ জন পাক জঙ্গিকে মেরে ফেলেছিল। আমাদের সঙ্গে ওদের পার্থক্য রয়েছে আমরা ওদের হাইকম্যান্ডকে নিশানা করেছিলাম। আমাদের নিশানা বৈধ ছিল, কেননা ওরা সেনাবাহিনীর লােক ছিলেন।

হাম নিউজের ‘অ্যাজেন্ডা পাকিস্তান’ অনুষ্ঠানে হিলালি বলেছিলেন, ভারত আন্তর্জাতিক সীমানা পার করে যা করেছে তা যুদ্ধের সমান। ওরা মরেনি, ভারত একটা ফুটবল মাঠে বােম ফেলেছিল। পরে যদিও তিনি ভিডিও টুইট করে বলেছেন, তার বক্তব্য এডিট করা হয়েছে'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad