প্রাথমিকে রাতারাতি নিয়ােগ তালিকা প্রকাশ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হাইকোর্টের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

প্রাথমিকে রাতারাতি নিয়ােগ তালিকা প্রকাশ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হাইকোর্টের।

এদিন শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানি চলে প্রাথমিক শিক্ষক নিয়ােগ সংক্রান্ত মামলার।

The high court has warned of strict action if the primary recruitment list is published overnight

এই নিয়ােগ প্রক্রিয়া ঘিরে কয়েক সপ্তাহ মধ্যেই বেশ কয়েকটি মামলা দাখিল হয়েছে। তাই এহেন গুরুত্বপুর্ণ মামলার শুনানি একটু বেশি দীর্ঘায়িত উভয় পক্ষের সওয়াল-জবাবে। তাই আগামী সােমবার চারটি পর্যায়ে ভাগ করে শুনানি চলবে এই মামলা গুলির।


তবে এরই মধ্যে শুক্রবার মামলাকারীদের আইনজীবীরা এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষক নিয়ােগ বাের্ডের বিরুদ্ধে খুবিই গুরুত্বপূর্ণ অভিযোগ তোলেন।

অভিযােগটি হলাে ‘এদিন শুক্রবার মালদা এবং বাঁকুড়া জেলায় মাত্র ৬ ঘন্টায় টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে। তাই রবিবার রাতে প্রাথমিক শিক্ষক নিয়ােগের চুড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল।

কেননা রবিবারেই শেষ হচ্ছে ইন্টারভিউ পর্ব।মামলাকারীদের আইনজীবীদের পক্ষ থেকে এহেন অভিযােগ শুনে বিচারপতি রাজ্যের আইনজীবী কে এই বলে কার্যত হুশিয়ারি দেন যে, 'যদি সােমবারে নির্ধারিত শুনানির আগেই প্রাথমিক শিক্ষক নিয়ােগে চুড়ান্ত তালিকা প্রকাশ হয়, তাহলে হাইকোর্ট চুপ করে বসে থাকবে না'।

আইনজীবীদের একাংশ মনে করছেন রাতারাতি প্রাথমিকে শিক্ষক নিয়ােগের তালিকা প্রকাশ পেলে সেই তালিকাকে হাইকোর্ট স্থগিতাদেশ কিংবা বাতিল ঘােষণা করে দিতে পারে।

গত ২৩ ডিসেম্বর বেশ কয়েকটি মামলা দাখিল হয়েছে রাজ্যের বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ জানিয়ে। এরমধ্যে চলতি সপ্তাহে আরও একটি মামলা দাখিল হয়। আইনজীবী আশীষ কুমার চৌধুরী মামলাকারী বিদেশ গাজীর পক্ষে মামলাটি দাখিল করেছেন।

গত বছরের ২৩ ডিসেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে মূলত NCTE আইনের ১৪ এবং ১৬ নং ধারা মানা হয়নি বলে দাবি। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই এই মামলা।

ইতিপূর্বে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আরেক আইনজীবী মামলা দাখিল করেছিলেন। মূলত গত ২০১৪ সালে টেট পরীক্ষার্থীদের ৬ টি ভুল প্রশ্নের নাম্বার অন্তর্ভুক্তকরণ নিয়ে।

হাইকোর্ট ওই মামলায় চলতি নিয়ােগ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের অতিরিক্ত ৬ নাম্বার যুক্ত করে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল।

গত বৃহস্পতিবারের দাখিল করা মামলায় ন্যাশনাল স্কুল অফ টিচার এডুকেশন (NCTE) এর ১৪ এবং ১৬ নং ধারায় গাইডলাইন মেনে গত বছর ২৩ ডিসেম্বর ১৬৫০০ জনের নিয়ােগ বিজ্ঞপ্তিটি অবৈধ দাবি করা হয়েছে।

২০১৪ সালের পর থেকে ২০২০ পর্যন্ত টেটের আর কোনও পরীক্ষা হয়নি। মামলাকারীর আইনজীবীর দাবি ২০২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়ােগে আর কোন শুন্যপদ তৈরি হচ্ছেনা। তাই মামলাকারীদের দাবী আগামী ৩১ জানুয়ারি টেট পরীক্ষা হওয়াতে তাই ধােঁয়াশা থেকে যাচ্ছে।

সম্প্রতি বিগত বাম জমানায় প্রাথমিক শিক্ষক নিয়ােগে সায় দেয় কলকাতা হাইকোর্ট। স্বজনপােষণের অভিযােগ তুলে তৃণমূল বামেদের পরিচালিত রাজ্য সরকারের ওই প্রাথমিক শিক্ষক নিয়ােগ বাতিল ঘােষণা করেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad