হাওড়ার জনবহুল এলাকায় রমরমিয়ে চলছিল নকল নারকেল তেল তৈরির ব্যবসা।
অবশেষে তার পর্দা ফাঁস হল। এবার হাওড়ায় বেআইনিভাবে নকল তেল তৈরির কারখানার হদিস মিললাে। হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল শনিবার দুটি নামী সংস্থার নারকেল তেল নকল করার খবর পেয়ে হাওড়া থানা এলাকার মহেন্দ্রলাল লেনে একটি কারখানায় হানা দেয়।
সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে নারকেল তেল ও বিভিন্ন নামী নারকেল তেল প্রস্তুতকারী সংস্থার নকল লেবেল, খালি বােতল। তার সঙ্গে দুটি বােতল সিল করার মেশিন আটক করে পুলিশ।
যদিও মালিক পলাতক, পুলিশ যাওয়ার আগে কারখানা মালিক পলাতক হয়ে যায়, ফলে মালিককে ধরতে পারেনি পুলিশ। তার সন্ধান চলছে।
স্থানীয় বাসিন্দা পাপ্পু বর্মা জানান, শুনেছি এখানে রেট হয়েছে। নারকেল তেলের বাক্স প্যাকিং চলছিল। পুলিশ রেট করে ধরেছে। বেশ কয়েকদিন ধরে এখানে এই ব্যবসা চলছিল।
তবে এইভাবে চলছিল তা জানতাম না। তিনি আরও জানান, এখানে এই ব্যবসা বাড়ি ভাড়া নিয়ে চলত। আমরা জন- বহুল এলাকায় এই রকম দুনম্বরি ব্যবসার প্রতিবাদ জানাই।
প্রেম নামে অপর এক স্থানীয় বাসিন্দা জানান, পুলিশ এখানে এসে রেট করতে আমরা জানতে পারি এখানে নারকেল তেলের দুনম্বরি কারবার হত। পুরো ঘটনায় এলাতায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.