ভাঙরে হিন্দু মন্দিরে হামলা করে মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল একদল উন্মক্ত মুসলিম। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ভাঙরে হিন্দু মন্দিরে হামলা করে মন্দির ভেঙে গুঁড়িয়ে দিল একদল উন্মক্ত মুসলিম।

ভাঙরে কেলচি থানার অন্তর্গত মৌসলি গ্রামে একটি হিন্দু মন্দিরে হামলা করে ভেঙে গুড়িয়ে দেয় একদল উগ্র উন্মক্ত মুসলিম।

hindu temple demolished by muslims in bhangar west bengal

পরিকল্পিতভাবে হিন্দু মন্দিরটিকে আক্রমণ করা হয়েছে। স্থানীয় হিন্দুদের অভিযোগ পাশে একটি মাদ্রাসা হবে যার জন্য মন্দিরটি থাকলে মুসলিমদের অসুবিধা হবে সেই কারণে মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে।


Read more: পাকিস্তানে ফের হিন্দু মন্দির ভেঙে আগুন ধরালো উন্মুক্ত জনতা। নিন্দায় পাক মন্ত্রী। Video viral


এখানে যে হিন্দু মন্দির রয়েছে তার প্রমাণ স্বরূপ এখানে একটি তুলসী বেদী রয়েছে যা উন্মক্ত মুসলিমরা পুরোপুরি ভেঙে দিতে সক্ষম হয়নি।

 স্থানীয় হিন্দুরা জানিয়েছে এখানে দীর্ঘদিন ধরে পূজা অর্চনা হয়ে আসছে। এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। স্থানীয় হিন্দুরা মন্দিরটি অবরোধ করে এবং সেখানে প্রচুর লোক জমায়েত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad