যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশন বুথে ভােটকর্মী দের হাতে ভােটার তালিকা না দিয়ে অ্যানড্রয় মােবাইলে অ্যাপ নির্ভর ব্যবস্থার পথে হাঁটছে।
এ রাজ্যেও বিধানসভা ভােটে পরীক্ষামূলক ভাবে ৯টি কেন্দ্রের কিছু বুথে এই অ্যাপ নির্ভর ব্যবস্থা কার্যকরী হবে।এই বিধানসভা কেন্দ্রগুলি হল দুর্গাপুর পশ্চিম, বালিগঞ্জ, জলপাইগুড়ি, ইংলিশবাজার, কোচবিহার উত্তর, রায়গঞ্জ, বারুইপুর পশ্চিম, শিলিগুড়ি এবং রাজারহাট-নিউ টাউন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, যেখানে বুথ অ্যাপ(Booth app) ব্যবহার করা হবে, সেখানকার ভােটারদের ভােটার ইনফর্মেশন স্লিপে কিউআর কোড (QR code) থাকবে।
সেই স্লিপ ভােটার ভােট কেন্দ্রে প্রবেশ করার পর প্রিসাইডিং অফিসার বা পােলিং অফিসার ফোনে থাকা বুথ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করবেন।
স্ক্যান করা মাত্রই ভোটারের ছবি-সহ বিস্তারিত তথ্য মােবাইলে ভেসে উঠবে। তা দেখে অ্যাপের মাধ্যমেই ভােট দেওয়ার অনুমতি দেওয়া হবে।
যার ফলে এক দিকে যেমন ওই ভােটার ভােট দিয়েছেন বলে অ্যাপে তথ্য আপলােড তেমনই প্রতি ঘণ্টায় ভােটের হারের সঠিক তথ্যও উঠে আসবে।
যা জেলা নির্বাচনী আধিকারিক, সিইও (CEO) এবং দিল্লিতে নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত জেনে যাবেন। কমিশনের কর্তাদের মতে, এই প্রক্রিয়ায় ভােট গ্রহণের সময়ও কম লাগবে।
বর্তমান ব্যবস্থায় বুথে ভােটার এলে তাঁর নাম ভােটার তালিকায় খুঁজে বের করে চিহ্নিত করতে হত। এতে কিছুটা সময় নষ্ট হয়। প্রতি ঘণ্টায় ভােট গ্রহণের রিপোর্ট পাঠাতে গেলেও কজন ভােট দিলেন, তা নিরীক্ষণেও সময় লাগে।
এ ছাড়াও ভােট গ্রহণের সময় একাধিক ফর্ম পূরণ করতে হয় প্রিসাইডিং অফিসার ভােটকর্মীদের। তাতে ভুলত্রুটিও থেকে যায়।
অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হয়। অ্যাপের মাধ্যমে তথ্য আপডেট করার সুযােগ হলে সেই কাজ অনেকটাই সহজ হবে ও ভুলভ্রান্তি কমবে বলে মনে করছেন নির্বাচনী আধিকারিকরা।
অ্যাপের মাধ্যমে ভােটার স্লিপে থাকা কিউআর কোড (QR code) স্ক্যান করলেই ভােটারের বিস্তারিত তথ্য ভােট কর্মীর মােবাইলে ভেসে উঠবে। ছবি-সহ সেই তথ্য মিলিয়েই ভােটদানে অনুমতি দেবেন ভােটকর্মী।
ভােট দেওয়ার সেই তথ্য অ্যাপের মাধ্যমেই তৎক্ষণাৎ আপলােড হয়ে যাবে। এর আগে পাইলট প্রজেক্ট হিসেবে পাঁচ রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও পঞ্জাবে তিনটি করে এবং ঝাড়খণ্ডের ১০টি বিধানসভা কেন্দ্রে বুথ অ্যাপ ব্যবহার হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.