হায়দরাবাদ : প্রয়াত হলেন বিজেপির প্রথম দুই লোকসভা সাংসদের অন্যতম চেন্দুপাটলা জঙ্গা রেড্ডি Chendupatla Janga Reddy। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রােগে ভুগছিলেন তিনি। শনিবার সকালে তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি শােকবার্তা দিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, সারা দেশে জনসঙ্ঘ এবং বিজেপিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। বহু মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
Shri C Janga Reddy Garu devoted his life to public service. He was an integral part of the efforts to take the Jana Sangh and BJP to new heights of success. He made a place in the hearts and minds of several people. He also motivated many Karyakartas. Saddened by his demise.
— Narendra Modi (@narendramodi) February 5, 2022
ইন্দিরা গান্ধির প্রয়াণের পর ১৯৮৪-র লােকসভা নির্বাচনে
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হন ইন্দিরা পুত্র রাজীব গান্ধি।সেবার বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন। অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডা ছাড়াও গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নিজের জেলা মেহসানা লােকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন দুই বিজেপি প্রার্থী।
হানমকোল্ডার সাংসদ ছিলেন জঙ্গা রেড্ডি। হারিয়েছিলেন কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পিভি নরসিমহা রাওকে। আরএসএসের (RSS) সক্রিয় কর্মী রেড্ডি ১৯৬৭-'৮৪ পর্যন্ত প্রথমে জনসংঘ ও পরে বিজেপির টিকিটে অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। তার মৃত্যুতে শােকপ্রকাশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি সহ বিজেপির বহু নেতা।
তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার বলেন, রাজনীতিতে আসার আগে জঙ্গা রেড্ডি শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে তিনি প্রান্তীয় শ্রেণির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.