কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থিত ভারতের চতুর্থ তম হাইড্রোকার্বন প্রোডুউসিং বেসিন 'বেঙ্গল বেসিন' কে জাতির উদ্দেশে সমর্পিত করেন।
এই দিনে ধর্মেন্দ্র প্রধান অশোকনগর অববাহিকাটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন " এই আবিষ্কারটি ভারতের জ্বালানী সুরক্ষায় মহত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধানমন্ত্রীর ২০২২ সালের মধ্যে তেল আমদানি দশ শতাংশ কমিয়ে আনার উদ্যোগের এটি একটি বড় পদক্ষেপ।
প্রধান ওএনজিসি (ONGC) কে অভিনন্দন জানিয়ে বলেন যে এই আবিষ্কারটি ভারতের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার দের সাত দশকের নিরলস প্রচেষ্টার ফল এবং বাংলার উন্নয়নে নতুন আশা জাগায়। তিনি বলেন যে কোনও অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের দিকে পেট্রোলিয়াম একটি প্রধান অনুঘটক।
স্থানীয় জনগণ এই উন্নয়নের সর্বাধিক লাভবান হবে। তাই তিনি স্থানীয় জনগণকে এই বিষয়ে ওএনজিসি(ONGC) কে সহযোগিতা করার অনুরোধ করেন। বেঙ্গল বেসিন অবশেষে বিশ্বের তেল এবং গ্যাসের মানচিত্রে একটি জায়গা পেতে চলেছে।
তিনি বলেন ভারত সরকার ওএনজিসি কে পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি স্থানীয় জনগণকে কর্মসংস্থান দিয়ে রাজ্যে সমৃদ্ধি আনার এক নতুন পর্ব হবে। এই উপলক্ষটি একটি জাতীয় গর্বের মুহূর্ত।
এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানের সাথে ওএনজিসির সিএমডি (CMD) শশী শঙ্কর এবং ওএনজিসির অন্যান্য পরিচালকরা ছাড়াও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রীর পিএস ড: অজয় কুমার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.