দাদা নীরব মােদি প্রায় আট হাজার কোটি টাকা ঋণ খেলাপ করে দেশ ছেড়ে পালিয়েছে।
নীরবের পাশাপাশি ওই মামলায় CBI এর চার্জশিটে নাম রয়েছে ভাই নেহাল মােদিরও। আর ভারতে জালিয়াতি করার পর এবার মার্কিন মুলুকেও জালিয়াতি করার অভিযােগ উঠল নীরব মােদির এই ভাই নেহাল মােদির বিরুদ্ধে।
২৬ লক্ষ মার্কিন ডলার মূল্যের হীরের জালিয়াতি করার অভিযােগ এনেছে এক মার্কিন সংস্থা। ইতিমধ্যে আদালতে মামলা দায়ের হয়েছে বেলজিয়ামের বাসিন্দা নেহালের বিরুদ্ধে।
জানা গিয়েছে ২০১৫ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে আমেরিকার এলএলডি ডায়মন্ডস কোম্পানি থেকে ভুয়াে তথ্য দিয়ে প্রায় ২৬ লক্ষ মার্কিন ডলার মূল্যের হিরে ধার নিয়েছিল নেহাল।
তার দাবি ছিল, কস্টকো হােলসেল কপোরেশন নামে এক সংস্থার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ওই সংস্থা হীরে কিনতে চায়। সেকথা জানিয়েই প্রথমে প্রায় আট লক্ষ মার্কিন ডলার মূল্যের হীরে এলএলডি ডায়মন্ডস কোম্পানি থেকে নিয়েছিল নেহাল।
কিন্তু কস্টকোকে সেই হীরে দেওয়ার বদলে নিজের কাজে সেই হীরে ব্যবহার করে নেহাল। কিছু আবার বন্ধক রেখে বাজার থেকে ঋণও নেয়।
Read more: বড় সাফল্য: নীরব মোদী এবং মেহুল চোকসির ১৩৫০ কোটি টাকার হীরা ও গহনা হংকং থেকে ভারতে নিয়ে আসা হয়েছে।
পরবর্তীতে কিছু টাকা এলএলডি ডায়মন্ডস কোম্পানিকে ফেরত দিলেও পুরাে টাকা দেননি। বরং আরও হিরে ওই সংস্থার থেকে ধার এদিকে, ৯০ দিনের মধ্যে টাকা মেটানাের কথা থাকলেও নেহাল জানায় কস্টকোর তরফ থেকে পেমেন্ট সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে। তাই তার টাকা মেটাতে দেরি হচ্ছে।
এদিকে, ততদিনে অধিকাংশ হীরেই হয় বিক্রি বা বন্ধক রেখে ঋণ নিয়ে ফেলেছিল সে। শেষপর্যন্ত অবশ্য তার জালিয়াতিটি ধরে ফেলে এলএলডি ডায়মন্ডস কোম্পানি। বাকি টাকা বা হীরে ফেরত চাওয়া হয় তার কাছে। কিন্তু সেই টাকা মেটায়নি নীরব মােদির ভাই। এরপরই আদালতে মামলা দায়ের হয়।
এদিকে, ততদিনে অধিকাংশ হীরেই হয় বিক্রি বা বন্ধক রেখে ঋণ নিয়ে ফেলেছিল সে। শেষপর্যন্ত অবশ্য তার জালিয়াতিটি ধরে ফেলে এলএলডি ডায়মন্ডস কোম্পানি। বাকি টাকা বা হীরে ফেরত চাওয়া হয় তার কাছে। কিন্তু সেই টাকা মেটায়নি নীরব মােদির ভাই। এরপরই আদালতে মামলা দায়ের হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.