কলকাতা: রবিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এর সভাপতি এবং ভারতের পূর্ব অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে দেখা করে সকলকে অবাক করে দেন।
পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে গাঙ্গুলির রাজনীতিতে প্রবেশ নিয়ে জল্পনা জোরদার হয়ে উঠেছে। বৈঠক শেষে জল্পনা শুরু হয়েছে যে তিনি শীঘ্রই রাজনীতিতে নামবেন।
গাঙ্গুলির বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা কয়েক দিন থেকেই তীব্র হচ্ছে। গাঙ্গুলি বাংলায় সুষ্ঠু নির্বাচনের পক্ষে তার মতামত ব্যক্ত করেছিলেন।
সৌরভ গাঙ্গুলির BCCI এর সভাপতি হওয়ার পর থেকেই বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়ে উঠেছে। তবে গাঙ্গুলির তরফ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোন ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি।
বলা হচ্ছে ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময় অনেক নামীদামী মুখকে বিজেপিতে জয়েন করানো হতে পারে।
এটাও মনে করা হচ্ছে যে বিজেপি মুখ্যমন্ত্রী পদে গাঙ্গুলিকে প্রজেক্ট করছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বৈশালী ডালমিয়াও রাজ্যপালের সাথে দেখা করেছিলেন এবং বৈশালী ডালমিয়াকে সৌরভ গাঙ্গুলির খুব ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
বলা হচ্ছে ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময় অনেক নামীদামী মুখকে বিজেপিতে জয়েন করানো হতে পারে।
Had interaction with ‘Dada’ @SGanguly99 President @BCCI at Raj Bhawan today at 4.30 PM on varied issues.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020
Accepted his offer for a visit to Eden Gardens, oldest cricket ground in the country established in 1864. pic.twitter.com/tB3Rtb4ZD6
এটাও মনে করা হচ্ছে যে বিজেপি মুখ্যমন্ত্রী পদে গাঙ্গুলিকে প্রজেক্ট করছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বৈশালী ডালমিয়াও রাজ্যপালের সাথে দেখা করেছিলেন এবং বৈশালী ডালমিয়াকে সৌরভ গাঙ্গুলির খুব ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
Read more: বিধানসভা নির্বাচনের আগে মমতার কপালে চিন্তার ভাঁজ। আরেক বিধায়ক বৈশালী ডালমিয়া রাজ্যপালের সাথে দেখা করলেন, বিজেপিতে যাওয়ার জল্পনা তীব্র।
বৈঠকের পরে রাজ্যপাল ট্যুইট করেন। দাদা সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করেন। বৈকাল ৪ টা ৩০ মিনিটে হওয়া এই বৈঠকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়।
ধনকর বলেন, গাঙ্গুলির ১৮৬৪ সালে নির্মিত ভারতের প্রাচীনতম ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন পরিদর্শন করার আমন্ত্রণটি গ্রহণ করেছিলেন।
বৈঠকের পরে রাজ্যপাল ট্যুইট করেন। দাদা সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করেন। বৈকাল ৪ টা ৩০ মিনিটে হওয়া এই বৈঠকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়।
ধনকর বলেন, গাঙ্গুলির ১৮৬৪ সালে নির্মিত ভারতের প্রাচীনতম ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন পরিদর্শন করার আমন্ত্রণটি গ্রহণ করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.