পশ্চিমবঙ্গে ২০২১ সালের এপ্রিল-মে মাসে আসন্ন বিধানসভা নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ভাঙন অব্যাহত।
জেলার চারজন বিধায়ক তৃণমূল কংগ্রেস সাধারণ অধিবেশনে পৌঁছাননি। বিধায়করা দলীয় কার্যক্রমে অংশ না নেওয়ার পেছনে কোনও কারণ দেখাননি। এতে ধারণা করা হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসে থেকে মোহভঙ্গ হয়ে পড়েছে এবং বিজেপিতে যোগ দিতে চলেছেন।
বৃহস্পতিবার জেলা তৃণমূল পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে তৃণমূলের 'চলো গ্রামে চলো অভিযান' চালু করতে একটি সাধারণ সভার আয়োজন করে।
রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, কাশীপুরের বিধায়ক স্বপন বেলথেরিয়া, পাড়ার বিধায়ক উমাপদ বাউরি এবং বন্দোয়ান বিধায়ক রাজীব লোচন সরেন (Rajib Lochan Saren) প্রমুখ উপস্থিত ছিলেন। তবে তৃণমূল জানিয়েছে যে চারজন বিধায়ক তাদের ব্যস্ততার কারণে বৈঠকে অংশ নিতে পারেননি।
সম্প্রতি কয়েকজন নেতা এবং বিধায়ক একের পর এক দলের বৈঠকে অংশ না নেওয়ার পর তৃণমূল ত্যাগ করেছেন। এর মধ্যে শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত এবং সুনীল মণ্ডলের নাম রয়েছে। তাই পুরুলিয়ায় গুরুত্বপূর্ণ সভায় চার বিধায়কের অনুপস্থিতি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
এদিকে, জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু এই জল্পনার ইতি টেনে বলেন ঐ চার বিধায়ক আমাকে ইতিমধ্যে জানিয়েছিলেন যে তারা সাধারণ সভায় অংশ নিতে পারবেন না। এখন দেখার গুরুপদ টুডুর এই কথার রহস্য জল্পনাকে ধামা চাপা দেওয়ার প্রয়াস কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.