বিজেপি নেতৃত্বের সাথে আলাপচারিতা করতে ঝাড়গ্রাম আসছেন। প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
সােমবার ঝাড়গ্রাম বিজেপি পার্টি অফিসে জেলা নেতৃত্বের সাথে আলাপচারিতা করতে আসার কথা রয়েছে বিজেপিতে যােগদানের পর এই প্রথম ঝাড়গ্রামে আসনে শুভেন্দু বাবু। তবে ওই দিন বিজেপি পার্টি অফিসে কোন যােগদান হবে কিনা তা পরিস্কার নয়।
তবে ঝাড়গ্রাম জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে। যারা এখনাে তৃণমূলে রয়েছে তাদের অনেকেই শুভেন্দু বাবুর হাত ধরে বিজেপিতে আসার অপেক্ষায় রয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে সােমবার। সাড়ে তিনটা নাগাদ শুভেন্দু বাবু ঝাড়গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আসবেন। তার আগে লােধাগুলি থেকে তার প্রায় পাঁচশাে জন অনুগামী তাঁকে বাইক মিছিলে স্বাগত জানিয়ে নিয়ে আসবেন।
বিজেপি সূত্রে জানা গিয়েছে ওই দিন বিজেপি নেতৃত্বের সাথে আলােচনার পর ঝাড়গ্রামে বড় ধরনের জনসভা করার দিন ক্ষন ঠিক করা হবে। পর পর জনসভা গুলিতে শুভেন্দু বাবুর হাত ধরে বিজেপিতে যােগদান পর্ব শুরু হবে জানা গিয়েছে।
জানা গিয়েছে জেলার বেশ কিছু তৃণমূলের পদাধিকারি নেতা দল নিয়ে বিজেপিতে যােগদান করনে বলে খবর। সােমবার বিজেপির দলীয় অফিসে শুভেন্দু অধিকারীর অনুগামী পরিচিত বেশ কিছু তৃণমূলের মুখ দেখা যাবে বলে জানাচ্ছেন শুভেন্দু বাবুর অনুগামীরা ।
বিজেপিতে যােগদানের পর শুভেন্দু অধিকারীর প্রথম ঝাড়গ্রামে রাজনৈতিক কর্মসূচি ঘিরে তাকিয়ে আছে জঙ্গলমহল। এই বিষয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথি বলেন শুভেন্দু বাবু আসছেন সৌজন্যমূলক সাক্ষাত করতে।
এরপর আগামী দলীয় কি কি কর্মসুচি নেওয়া হবে তার রূপরেখা তৈরি করা হবে। এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে চেনে না। শুভেন্দু বাবুকে সুবিধাবাদী বলেই
মানুষ ভাবছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.