২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ক্ষমতাসীন দল TMC-র সমস্যা বেড়েই চলেছে।
এর কারণ হল তার নিজের দলের অভ্যন্তরে অসন্তোষ। রাজ্যের প্রবীণ নেতা শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরে আসানসোল পৌর কর্পোরেশনের বিদায়ী মেয়র জিতেন্দ্র তিওয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর অসন্তোষ প্রকাশ করেছেন।
তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাজ্যের অনুমোদন না পাওয়ার কারণে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকা থেকে আসানসোল পৌরসভা বঞ্চিত হয়েছে।
জিতেন্দ্র রাণীগঞ্জ বালিকা কলেজের পরিচালনা কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি চিঠি লিখেছেন।
চিঠিতে তিনি লিখেছেন, "কেন্দ্রী সরকার আসানসোলকে স্মার্ট সিটি মিশন প্রকল্পের জন্য মনোনীত করেছিল। তবে রাজ্য সরকারের অনুমোদন না পাওয়ায় আসানসোল পৌরসভা কেন্দ্রীয় প্রকল্প থেকে ২ হাজার কোটি টাকা নিতে পারেনি।"
TMC MLA & Asansol Municipal Corporation Chairman Jitendra Tiwari writes to West Bengal Minister Firhad Hakim saying, "Our city was chosen by Centre under Smart City Mission project... but due to political reasons we were not allowed to get benefits of it by State Government." pic.twitter.com/WMRoi0Z5lH
— ANI (@ANI) December 14, 2020
তিনি অভিযোগ করেন যে রাজনৈতিক কারণে আসানসোল পৌরসভাকে কেন্দ্রীয় প্রকল্প থেকে অর্থ গ্রহণের অনুমতি দেওয়া হয়নি । তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, পৌর বিষয়ক মন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা পূরণ হয়নি।
তিনি আরও অভিযোগ করেন যে আসানসোল পৌরসভাকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য কেন্দ্রের কাছ থেকে ১৫০০ কোটি টাকা নিতে দেওয়া হয়নি। তাঁর সরাসরি অভিযোগ, মন্ত্রী ফিরহাদ হাকিম তাকে টাকা নিতে দেয়নি।
তিনি অভিযোগ করেন যে বেশ কয়েকটি প্রকল্প নগর অফিসে জমা দেওয়া হয়েছিল কিন্তু তা অনুমোদিত হয়নি। তিনি চিঠি লিখে অনুরোধ করেছেন আসানসোল পৌরসভার কেন্দ্রীয় প্রকল্প থেকে অর্থ গ্রহণের অনুমতি দেওয়া উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.