How to apply vaccine in India টিকার প্রযোগ কীভাবে নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের । - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

How to apply vaccine in India টিকার প্রযোগ কীভাবে নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের ।

নয়াদিল্লি: গােটা দেশ যখন করােনার টিকার পথ চেয়ে, তখন টিকা এলে কী ভাবে তা দেওয়া হবে তা নিয়ে গাইডলাইন জারি করল কেন্দ্র।

How to apply vaccine in India


সােমবার জারি হওয়া গাইডলাইনে বলা হয়েছে, টিকা কেন্দ্রগুলি থেকে দিনের প্রতিটি সেশনে একশাে থেকে দু'শাে জনকে করােনার ভ্যাকসিন দেওয়া হবে। টিকা দেওয়ার পর কম করে তিরিশ মিনিট সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কেন্দ্রেই পর্যবেক্ষণে রাখা হবে। 


ওই সময়ের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন তার মধ্যে কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্য কোনও সমস্যা দেখা দিচ্ছে কি না। সব ঠিক থাকলে আধঘণ্টা পরে ছাড়া হবে তাঁকে। ‘কোভিড ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক' নামে একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিকা নেওয়া ব্যক্তির উপর নজর রাখা হবে।

গাইডলাইনে আরও বলা হয়েছে, টিকা দেওয়ার জন্য বিশেষজ্ঞ দল তৈরি করা হবে, তাতে পাঁচ জন করে সদস্য থাকবেন। তবে, একটি কেন্দ্র থেকে মােট কতজনকে টিকা দেওয়া হবে সেটা নির্ভর করবে সেখানে “ওয়েটিং' রুম কতগুলি আছে তার উপর।

কেন্দ্রের নির্দেশিকায় আরও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, একটি কেন্দ্রে একসঙ্গে একাধিক ব্যক্তিকে টিকা দেওয়া যাবে না। বর্তমানে একাধিক ভ্যাকসিন ছাড়পত্রের দৌড়ে রয়েছে। এমন অবস্থায় একের বেশি টিকা জরুরি ভিত্তিতে দেওয়া শুরু হলে কী ভাবে সেটা সম্ভব হবে, সে বিষয়েও প্রাথমিক ভাবে ধারণা দেওয়া হয়েছে এই গাইডলাইনে।

রাজ্যগুলি কে অনুরােধ করা হয়েছে, একটি জেলার মানুষকে একটি নির্দিষ্ট সংস্থার টিকা দিতে, যাতে পরবর্তী সময়ে প্রভাব খতিয়ে দেখার ক্ষেত্রে কোনও জটিলতা তৈরি না হয়। তবে এই কেন্দ্রগুলিতে তাঁরাই ভ্যাকসিন পাবেন যাঁরা আগে থেকে নাম নথিভুক্ত করবেন।

ক্যাম্পে এসে নাম তােলার কোনও ব্যবস্থা থাকবে না। নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কী কী ধরনের নথি লাগবে, সে বিষয়েও উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। ভােটার আইডি, আধার কার্ড, গাড়ির লাইসেন্স, পাসপাের্টের মতাে সচিত্র পরিচয়পত্র দিয়ে নাম তুলতে হবে এই তালিকায়। প্রাথমিক ভাবে ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েই এগােচ্ছে কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad