কর্মীদের চাকরবাকর মনে করেন অনেক তৃণমূল নেতা। বিস্ফোরক রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

কর্মীদের চাকরবাকর মনে করেন অনেক তৃণমূল নেতা। বিস্ফোরক রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফের বেসুরাে ডােমজুড়ের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Many tmc leaders think the workers are servant, Rajiv Banerjee

যিনি ইতিমধ্যে দু দফায় বৈঠক সেরে ফেলেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু এরপরেও কাজের কাজ যে হয়নি এদিন রবিবার তা স্পষ্ট হয়ে গেল।


এদিন হাওড়ার বালিতে এক রক্তদান শিবিরে যােগ দিতে গিয়ে ফের তৃণমূলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)।

এদিন তিনি বলেন, বেশ কিছু নেতা দলের কর্মীদের চাকর বাকর ভেবে তাদের ভাবাবেগ নিয়ে খেলেন। কর্মীরাই এদের জবাব দেন। কর্মীরা এই সব নেতাকে ক্ষমতাচ্যুত করবেন।

এ প্রসঙ্গে রাজীব আরও বলেন, “যে সব নেতা কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোঁড়েন তাদের নিজেদের আগে আয়নায় মুখ দেখা উচিত, তারা আগে কি ছিলেন আর এখন কি হয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে এই সব নেতা আর জিততে পারবেন না।' রাজীব এই মন্তব্য করলেও কারওর নাম তিনি সরাসরি মুখে নেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad