কয়লা পাচার কান্ডে CBI এর জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের IPS অফিসার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

কয়লা পাচার কান্ডে CBI এর জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের IPS অফিসার।

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের IPS অফিসার এবার CBI এর জিজ্ঞাসাবাদের মুখে।

bengal ips officer in the face of cbi interrogation in coal smuggling case

হুগলির চন্দননগর ডেপুটি কমিশনার তথাগত বসুকে সােমবার তলব করে CBI । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই প্রথম রাজ্যের কোনও IPS অফিসারকে কয়লা পাচার কাণ্ডে ডেকে পাঠাল।


প্রসঙ্গত এনফোর্সমেন্ট ডাইরেক্টর দিন কয়েক আগেই কয়লা পাচার কাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালায়। এদিন ED ১২টিরও বেশি জায়গায় একযােগে হানা দেয়।লেকটাউন, হুগলি, উত্তর চৰ্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, CBI এখনও মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজ পায়নি। কোটি কোটি টাকার আর্থিক তছরুপের হদিশ পেতে ইডিও সিবিআইয়ের পাশাপাশি কোমর বেঁধে নেমেছে।

এদিন সিবিআইয়ের তলবের প্রেক্ষিতে নিজাম প্যালেসে যান আইপিএস অফিসার তথাগত বসু। সিবিআই সূত্রে খবর, প্রথমে হুগলি জেলার পুলিশ সুপার ছিলেন তথাগত।

হুগলির পুলিশ সুপার থাকাকালীন তিনি কয়লা পাচারের উৎস হিসেবে হুগলি জেলাকে ব্যবহার করেন।রানিগঞ্জ, জামুড়িয়া ও আসানসোল থেকে পাচার হয়েছিল সেই কয়লা।

Read more: আদালতে আত্মসমর্পণ করল গরু পাচার কান্ডের মূলচক্রী এনামুল হক, হাজির সতীশ কুমারও।

তথাগত বসু পুলিশ সুপার পদে থাকাকালীন কেন সেই পাচারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি, CBI আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রশ্নেরই জবাব চান।

CBI কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রকে ফের নােটিশ পাঠিয়ে তলব করল। এদিন বিনয় মিশ্রকে নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দেওয়ার জন্য নােটিশ পাঠানাে হয়েছে।

সূত্রের খবর, বিনয় মিশ্র যদি এবার CBI দফতরে হাজিরা না দেন, তাহলে তার বিরুদ্ধে CBI গ্রেফতারি পরােয়ানা জারি করতে পারে।

গত বছরের ডিসেম্বরের শেষে তাকে নােটিশ পাঠানাে হয়েছিল। এতে বলা হয়েছিল, ৪ জানুয়ারি দুপুরের মধ্যে তাকে CBI দফতরে হাজিরা দিতে হবে। কিন্তু বিনয় মিশ্র CBI দফতরে ওই দিন হাজির হননি। তাই CBI তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

উল্লেখ্য, পাঁচ দিন আগেই কয়লা পাচার কাণ্ডে মাথাদের হাতে পেতে CBI এর ৭৫ জন আধিকারিক একযােগে রাজ্যের ১০টি জায়গায় তল্লাশি চালায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad