তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে ফের তৃণমূল কংগ্রেসে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

tmc mla from shantupur join bjp, Arindam Bhattacharya

আজ, বুধবার সকালেই দিল্লি পৌঁছে যান তিনি। দিল্লিতে পৌছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।


শান্তিপুর বিধানসভা আসনের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে বিদায় জানিয়ে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দিয়েছেন।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রভারি কৈলাস বিজয়বর্গীয় অরিন্দম ভট্টাচার্যের দলে যোগদানের ঘোষণা করেন। বিজেপির সাধারণ সচিব ভূপেন্দ্র যাদব এবং অরুণ সিংহ বিজেপির উত্তরীয় পড়িয়ে তাকে গ্রহণ করে নেন।

এই উপলক্ষে বিজয়বর্গীয় বলেন অরিন্দম ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি প্রথমে কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অরাজকতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি দ্বারা প্রভাবিত হয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

শান্তিপুরের বিধায়কের দাবি, ‘বাংলায় শুধু ব্যক্তি আক্রমণের রাজনীতি হচ্ছে। বাংলা বললেই দুর্নীতির ছবি উঠে আসে। বেকারদের হাতে কাজ নেই। এর বদল হওয়া প্রয়োজন।

বাংলার উন্নয়ের জন্যই কংগ্রেস ছেড়েছিলাম। কিন্তু কাজ হচ্ছে না দেখেই এবার প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানে বিশ্বাস রাখছি। আশা করি বিজেপির নেতৃত্বে বাংলায় সবকা সাথ সবকা বিকাশ হবে, শিল্পায়ন হবে। প্রত্যেকে কাজ পাবেন।’

শুধু তিনি নন, তৃণমূল, কংগ্রেস ও সিপিএম থেকে বেশ কিছু নেতা এদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যােগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কলকাতা পুরসভার দু'জন কাউন্সিলরও।

অনুষ্ঠানে জাতীয় সাধারণ সম্পাদক ডি পুরান্দেশ্বরী, জাতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad