কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মবার্ষিকীতে জয় শ্রীরাম স্লোগানে ক্ষিপ্ত হয়ে কর্মসূচিতে কোনও বক্তব্য না দেওয়ার জন্য বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রভারি কৈলাশ বিজয়বর্গীয় মমতা ব্যানার্জির এই পদক্ষেপের নিন্দা করেছেন।
তিনি বলেছেন মমতা ব্যানার্জি রাজ্যের ৩০ শতাংশ মুসলিম ভোটারদের খুশি করতে সতন্ত্রতা সেনানি সুভাষ চন্দ্র বসুকে অপমান করেছেন।
রবিবার সকালে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি(NJP) স্টেশনে নামার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শ্রী বিজয় বর্গীয় বলেন পশ্চিমবঙ্গ সরকার ৩০ শতাংশ মানুষের জন্য।
৭০ শতাংশ জনগণের জন্য এই সরকার নয়। তিনি এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন।
তিনি বলেন রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করার জন্য এসব করছেন এবং রাজ্যের জনগণ আসন্ন বিধানসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।
জনগণ মমতাকে যথাযথ জবাব দেবে:
কৈলাশ বিজয়বর্গীয় বলেন মমতা ব্যানার্জি জয় শ্রীরাম বা ভারত মাতার জয়ের স্লোগানে কেন অপমানিত হবেন। বাস্তবে শনিবার জয় শ্রীরাম স্লোগানের পরে তিনি যেটা করলেন সেটা তাঁর রাজনৈতিক এজেন্ডা ছিল।#WATCH | I think Govt's program should have dignity. This is not a political program....It doesn't suit you to insult someone after inviting them. As a protest, I won't speak anything: WB CM Mamata Banerjee after 'Jai Shree Ram' slogans were raised when she was invited to speak pic.twitter.com/pBvVrlrrbb
— ANI (@ANI) January 23, 2021
তিনি বলেন রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করার জন্য এসব করছেন এবং রাজ্যের জনগণ আসন্ন বিধানসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.