কে ম্যাডাম নরেলা? আমার কাছে সব তথ্য আছে, সঠিক সময়ে উত্তর দেবাে। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

কে ম্যাডাম নরেলা? আমার কাছে সব তথ্য আছে, সঠিক সময়ে উত্তর দেবাে। বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

কুলতলীর এক জনসভায় এদিন বক্তব্য রাখছিলেন সদ্য বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী।

Who is madam narela, shuvendu adhikari

সেই জনসভায় তৃনমুলের রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। গত রবিবার জেলে বসে সুদীপ্ত সেনের লেখা চিঠি হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযােগ তুলেছিলেন আর সেই সমস্ত অভিযােগের কড়ায়-গণ্ডায় জবাব দিলেন শুভেন্দু অধিকারী। 


এমনকি তিনি এটাও স্পষ্ট করে বললেন যে জেলে বসে সুদীপ্ত সেনের লেখা চিঠির পেছনে অভিষেক ব্যানার্জির হাত আছে।

তিনি তমলুকে একটি প্রকাশ্য মঞ্চ থেকে বলেন, ২৭ নভেম্বর আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, ১ ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। কে লিখিয়েছে? জেলের দায়িত্বপ্রাপ্ত একজন IPS মিস্টার পান্ডে (Mr. Pandey) তাকে লিখতে বলেছে নবান্নে বসে থাকা একজন IPS আইপিএস অফিসার যার নাম জিবি সিং(G.B Sing)। ভাইপার একজন মােটা এডভােকেট আছে সে তাকে লিখতে বলেছে। আর এটা লেখানো হয়েছে তােলাবাজ ভাইপাে নির্দেশে।


এর পাশাপাশি শুভেন্দু অধিকারী অভিষেককে কটাক্ষ
করে আরও বলেন, ম্যাডাম নরেলাটা কে? লালার টাকা কার একাউন্টে ঢুকেছে? লিখে রাখুন ব্যাংকের নাম হল থাইল্যান্ডের কাশিগৰ্ণ ব্যাঙ্ক, শাখার নাম সিয়াম প্যারাগন ব্রাঞ্চ। প্রত্যেক মাসে ৩৬ লক্ষ টাকা করে ঢুকেছে। রশিদটাও আছে আমার কাছে।

ম্যাডাম নরেলাটা কে আপনারা জেনে যাবেন। খুব বড় বড় কথা। বলছে ১০ বছর মধু খেয়েছে। তা ২ ডিসেম্বর বাগবাজার শ্যামবাজারে আমার হাত-পা ধরছিলিস কেন? পাশাপাশি শুভেন্দু আরও বলেন লালার চুলের মুঠি ধরেছে CBI.

মাননীয় তােলাবাজ কিছু বলছেন না কেন? ২০১৩ সালে যুবা তৃণমূলের সহ-সভাপতি। ২০২০ সালের ২৪ জুলাই যুব তৃণমূলের যে কমিটি করা হয়েছিল তার ৭ নম্বর জেনারেল সেক্রেটারি।

আমাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে না। জনগণ হিসাব নিয়ে নেবে। একজন ক্ষেপে যাচ্ছে তােলাবাজ ভাইপাে বললে, আরেকজন ক্ষেপে যাচ্ছে জয় শ্রীরাম শুনলে।

এদিন শুভেন্দু বলেন, মাননীয় তােলাবাজ ভাইপাে আমার বাড়িতে পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। বাকি ২৪ এপ্রিল রাম নবমী আছে তার আগে বাকি সব পদ্ম ফুটে যাবে। আর ১৬ ফেব্রুয়ারির আগে আমি আপনার বাড়িতেও পদ্ম ফুটাবাে আপনি নিশ্চিন্ত থাকুন।

এদিন শুভেন্দু তমলুকের হসপিটাল মােড় থেকে শুরু করে মানিকতলা মােড় পর্যন্ত পদযাত্রা করেন। সেখানে বিজেপির তরফ থেকে এসপি অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad