তৃণমূল কংগ্রেস (TMC) নেতা মদন মিত্র(Madan Mitra) বিজেপি নেতা অর্জুন সিংহকে লক্ষ্য করে ভগবান পরশুরাম ও মাতা সীতা সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে হিন্দুদের অনুভূতিতে আঘাতের চেষ্টা করার চেষ্টা করেন।
মদন মিত্র এদিন বলেন ভগবান পরশুরাম কখনই গরুর মাংস ছাড়া খাবার খেতনা। মাতা সীতা তার জন্য নিজের হাতে গো-মাংস রান্না করতেন।
সেই সময় মদন মিত্র 'জয় শ্রী রাম' এর ঘটনায় হাইকোর্টে যাওয়ার কথা বলেন, "এটা ভারতবর্ষ। জয় শ্রী রাম এই স্লোগানটাকে ব্যান করতে হবে। আমি হাইকোর্ট যাচ্ছি।"
একটি স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে মিত্র একটি টিভি শো তে মনগড়া একটি গল্প বানিয়ে বলেন "
"আপনি জানেন, জানকী ( সীতা দেবী) যখন জানতে পারল বাড়িতে পরশুরাম এসেছেন তখন জানকী বললেন তাড়াতাড়ি একটা ছোট গরু ভালো করে রান্না করে দাও। পরশুরাম গরু ছাড়া খাবে না। বড্ড রাগি।”
এই মন্তব্য শোনার পরে বিজেপি নেতা অর্জুন সিং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতীয় ধর্মীয় পাঠ মমতা ব্যানার্জি কি তাকে শিখিয়েছেন?
মদন মিত্র এই বিতর্কিত মন্তব্যটি জি ২৪ ঘন্টা চ্যানেলে ২৮ জানুয়ারী, ২০২১ রাত সাড়ে ৯ টার সময় করেছিলেন। এর পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারী তার বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) অধ্যক্ষ আশুতোষ ঝা (Ashutosh Jha) সাউথ পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগে তিনি ধারা 295 A এবং 153 A অনুযায়ী মামলা দায়ের করতে বলেছেন।
আশুতোষ বলেছেন এই ধরনের অবমাননাকর শব্দ অত্যন্ত নিন্দনীয়। রামায়ণ এবং ভগবান বিষ্ণুর দশাবতার এবং গরুর উপাসনায় বিশ্বাসী এমন কোনও হিন্দুর পক্ষে এটি অগ্রহণযোগ্য।
অভিযোগে, BJYM অধ্যক্ষ এই কর্মসূচির একটি লিঙ্ক দিয়েছেন। তাঁর বক্তব্য এতে হিন্দুদের ধর্মীয় আস্থাকে অপমান করা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। তাই এ ব্যাপারে মদন মিত্রের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, TMC নেতার এমন বিতর্কিত মন্তব্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এসেছে। এর আগে, তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন "বিজেপি লোকেরা শুনে রাখুন, " দুধ মাঙ্গেগা তো ক্ষির দেঙ্গে অউর বেঙ্গল মাঙ্গেগে তো চির দেঙ্গে "
এর আগে মদন মিত্র কল্যাণ ব্যানার্জির কথার পুনরাবৃত্তি করে বলেন "ভাগ্যিস সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছেন, বিজেপির লোকেরা নিয়ে গেলে সীতাকে হাতরাসের মত অবস্থা করতো "।
দেখুন তৃণমূলের হিন্দুবিরোধী নেতাদের কুরুচিকর মন্তব্য! pic.twitter.com/sd6teNsxpq
— BJP Bengal (@BJP4Bengal) January 30, 2021
অভিযোগে, BJYM অধ্যক্ষ এই কর্মসূচির একটি লিঙ্ক দিয়েছেন। তাঁর বক্তব্য এতে হিন্দুদের ধর্মীয় আস্থাকে অপমান করা হয়েছে। একই সাথে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। তাই এ ব্যাপারে মদন মিত্রের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, TMC নেতার এমন বিতর্কিত মন্তব্য এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এসেছে। এর আগে, তিনি বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন "বিজেপি লোকেরা শুনে রাখুন, " দুধ মাঙ্গেগা তো ক্ষির দেঙ্গে অউর বেঙ্গল মাঙ্গেগে তো চির দেঙ্গে "
এর আগে মদন মিত্র কল্যাণ ব্যানার্জির কথার পুনরাবৃত্তি করে বলেন "ভাগ্যিস সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছেন, বিজেপির লোকেরা নিয়ে গেলে সীতাকে হাতরাসের মত অবস্থা করতো "।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.