গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নিমতিতা স্টেশন প্ল্যাটফর্মে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে অবশেষে সিআইডি (CID)-র জালে ধরা পড়ল স্থানীয় এক যুবক।
ধৃত বছর চল্লিশের আবু সামাদের বাড়ি সুতি থানার অন্তর্গত রঘুনাথপুরের পুরাপাড়া গ্রামে। কয়েকদিন আগেই তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার তাকে গ্রেফতার করে সিআইডি।
পেশায় গাড়িচালক এলাকায় সুতির বােমারু হিসাবে পরিচিত আবু সামাদ। প্রসঙ্গত এই বিস্ফোরণে রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হােসেন (Jakir Hossain) এবং আরও ২২ জন গুরুতর জখম হন। মন্ত্রীর আঘাত ছিল গুরুতর এখনও তাঁর চিকিৎসা চলছে কলকাতায়।
গ্রেফতারের পরে সিআইডির বহরমপুর কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়। তাকে সেখান থেকে তােলা হয় লালবাগ মহকুমা আদালতের দ্বিতীয় এসিজেএম এজলাসে। ধৃতকে ১৪ দিনের নিজেদের হেফাজতে রাখার আবেদন করে সিআইডি। বিচারক ১২ দিন মঞ্জুর করেন।
সরকার পক্ষের আইনজীবী অরুণকুমার পাইক বলেন, ভারতীয় দন্ডবিধির ৩০৭, ২৬, ১২০ বি এবং বােমা বিস্ফোরণের ধারায় তাকে সিআইডি গ্রেফতার করে আদালতে তুলেছে। তদন্তের স্বার্থে তাকে ১২ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
Read more: মমতার মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলায় বাংলাদেশি নাগরিক CID-র হাতে ধরা পড়ল।
১০ মার্চ ফের তাকে আদালতে তােলা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে। কারণ পুরােটাই গােপনীয় বিষয়। তবে এই ঘটনায় ধৃতের সাথে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সবটাই তদন্ত চলছে।
ধৃতের আইনজীবী সােনা ভট্ট সাংবাদিকদের বােমা বিস্ফোরণের পরে যে অভিযােগটা করেছিলেন সেটি ছিল অজ্ঞাত পরিচয়ের নামে। সেখানে কারও নাম ছিল না। তাহলে কিসের ভিত্তিতে আবু সামদকে ধরা হল তার কোনও উত্তর সিআইডি দেয়নি। ফলে আমাদের মনে হচ্ছে , বিনা কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘৃণ্য নিন্দা করছি। কিন্তু তার মানে এই নয় কোন একজন নিরীহ শান্ত লােককে ধরা হবে। সঠিক তদন্ত করে সঠিক লােককে ধরতে হবে। সিআইডি তাদের মতাে করে তথ্য দিয়েছে। কিন্তু এই তথ্য পাওয়া যায়নি সে এই ঘটনায় জড়িত ছিল । কবে কোথা থেকে কিসের ভিত্তিতে ওকে ধরা হয়েছে এ সমস্ত কিছুর উত্তর সিআইডি দেয়নি।
১০ মার্চ ফের তাকে আদালতে তােলা হবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাবে। কারণ পুরােটাই গােপনীয় বিষয়। তবে এই ঘটনায় ধৃতের সাথে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সবটাই তদন্ত চলছে।
#LiveVisuals| Crude bombs hurled at Bengal Minister Jakir Hossain in Raghunathganj in Murshidabad. Minister with serious injuries rushed to Jangipur Hospital, now being removed to a hospital in Kolkata @ZeeNews pic.twitter.com/vlJK9BuAWz
— Pooja Mehta (@pooja_news) February 17, 2021
ধৃতের আইনজীবী সােনা ভট্ট সাংবাদিকদের বােমা বিস্ফোরণের পরে যে অভিযােগটা করেছিলেন সেটি ছিল অজ্ঞাত পরিচয়ের নামে। সেখানে কারও নাম ছিল না। তাহলে কিসের ভিত্তিতে আবু সামদকে ধরা হল তার কোনও উত্তর সিআইডি দেয়নি। ফলে আমাদের মনে হচ্ছে , বিনা কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘৃণ্য নিন্দা করছি। কিন্তু তার মানে এই নয় কোন একজন নিরীহ শান্ত লােককে ধরা হবে। সঠিক তদন্ত করে সঠিক লােককে ধরতে হবে। সিআইডি তাদের মতাে করে তথ্য দিয়েছে। কিন্তু এই তথ্য পাওয়া যায়নি সে এই ঘটনায় জড়িত ছিল । কবে কোথা থেকে কিসের ভিত্তিতে ওকে ধরা হয়েছে এ সমস্ত কিছুর উত্তর সিআইডি দেয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.