বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন আমির কন্যা ইরা খান। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন আমির কন্যা ইরা খান।

প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খানের কন্যা ইরা খান (Ira Khan)।

amir khan's daughter confirms her relationship with fitness trainer nupur shikhare

কিছুদিন ধরেই বলিউডের অন্দরে জোর গুঞ্জন চলছিল, নূপুর শিখারে (Nupur Sikhare)-র প্রেমে মজেছেন আমির কন্যা ইরা খান ( Ira Khan) প্রেম করলেও এতদিন প্রকাশ্যে কিছু বলেননি তিনি। কিন্তু ভ্যালেন্টাইন দিবসের আগে গােপন কথাটি আর গােপন রইলাে না। প্রেমে পড়েছেন, ইরা নিজেই একথা জানালেন।


সােশ্যাল মিডিয়া জুড়ে তিনি বয়ফ্রেন্ডের সঙ্গে রােমান্টিক ছবিও পােস্ট করেছেন। বুঝিয়ে দিয়েছেন ইরা এখন কমিটেড। বড় পর্দায় আত্মপ্রকাশ না করলেও বিপুল জনপ্রিয় আমির কন্যা। গ্রামগার্ল ইরা সােশ্যাল মিডিয়ায় নিজের পােস্টের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়।

একাধিক সামাজিক ইস্যুতেও তিনি সরব হয়েছেন। ১৪ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও মুখ খােলেন তিনি। পাশাপাশি মানসিক স্বাস্থ্য, বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে অকপট ইরা আগেই নেটিজেনদের নজর কেড়েছেন।

তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। দীর্ঘদিন থেকেই জল্পনা চলছিল বলিউডের প্রথম সারির ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা।

লকডাউনে ইরাকে প্রশিক্ষণ দিতে গিয়েই নূপুর শিখারের মনের দরজায় প্রবেশ ইরার। মাঝে মহাবালেশ্বর ফার্ম হাউসে দুজনকে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। কিন্তু দু'জনেই এনিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।

তবে সম্প্রতি ইরার একটি পােস্টকে কেন্দ্র করে তােলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ইরা লিখেছেন- তােমাকে করা প্রমিস রক্ষা করা আমার কাছে সৌভাগ্যের। এই ক্যাপশনের সঙ্গে দু'জনের একটি রােমান্টিক ছবিও পােস্ট করেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad