পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন।
তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার রাত ৯.৪৫ টার দিকে মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেল স্টেশনের বাইরে তাঁর উপর এই হামলা হয়। কিছু অজ্ঞাত ব্যক্তি তার ওপর বেশ কয়েকটি বোমা একের পর এক নিক্ষেপ করে।
এতে তিনি গুরুতর আহত হন। তিনি ছাড়াও তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। মন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)-র শরীরের দেহের বাম দিকে বেশি আঘাত পেয়েছেন। বিশেষ করে পায়ে আরও বেশ আঘাত পেয়েছেন।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি, তবে TMC-র মুর্শিদাবাদ জেলা অধ্যক্ষ আবু তাহের খান(Abu Taher Khan) জানিয়েছেন, জাকির হোসেনকে জঙ্গিপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, শিগগিরই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হবে।
Terrible pic.twitter.com/WcLOSrXTy1
— Robin Rajdeo 🇮🇳 (O+) (@robinsindhi) February 17, 2021
গত কয়েক বছরে এই প্রথম পশ্চিমবঙ্গে কোনও মন্ত্রীর উপর এইভাবে আক্রমণ হয়েছে। রক্তাক্ত রাজনৈতিক লড়াইয়ের স্বাক্ষী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এই আক্রমণে রাজনীতি ত্বরান্বিত হতে পারে।
হামলার খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। জাকির হোসেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০১৬ সালের জাঙ্গিপুর বিধানসভা আসন জিতেছিলেন।
Terrible pic.twitter.com/WcLOSrXTy1
— Robin Rajdeo 🇮🇳 (O+) (@robinsindhi) February 17, 2021
এর আগে তিনি কংগ্রেসে ছিলেন। আবু তাহির খান, জাকির হোসেনের স্বাস্থ্যের বিষয়ে তথ্য জানিয়ে বলেন তিনি গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, ' জাকির হোসেনের শরীরে বেশ কয়েকটি সেলাই পড়েছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত চোটের কারণে তাঁর প্রচুর রক্ত ক্ষরণ হয়।
আবু তাহির খান বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ TMC-র এই অভিযোগ সরাসরি খন্ডন করেন এবং পরিবর্তে এর জন্য TMC কে দায়ী করেছেন।
তিনি বলেন মুর্শিদাবাদ অপরাধীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। দিলীপ ঘোষ বলেন, "নির্বাচনের ঠিক আগে TMC-তে অভ্যন্তরীণ কলহের কারণে জাকির হোসেনকে টার্গেট করা হয়েছে"। এই বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গ নির্বাচন হওয়ার কথা। এর আগে রাজ্যের অনেক জায়গায় বেশ কয়েকটি হিংসার ঘটনা সামনে আসে।
মুর্শিদাবাদ সম্পর্কে কথা বললে, সাম্প্রদায়িক মেরুকরণের ক্ষেত্রে এই জেলাটি অত্যন্ত স্পর্শকাতর। জেলাটি রাজ্যের অন্যতম মুসলিম জনবহুল অঞ্চল হিসাবে পরিচিত। এখানে ৬৬.২৮ শতাংশ মানুষ মুসলিম।
কংগ্রেসও অভ্যন্তরীণ বিভেদকে এর জন্য দায়ী করেছেন।কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও জাকির হুসেনের উপর হামলার জন্য TMC-র অভ্যন্তরীণ কলহকে দায়ী করেছেন।
অধীর চৌধুরী বলেন, "জাকির হুসেন খুব সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। তিনি কঠোর পরিশ্রম দিয়ে নিজের কেরিয়ার প্রতিষ্ঠা করেছেন। TMC-র অভ্যন্তরীন কলহের কথা শুনেছি। কেবল পুলিশই সত্য বলতে পারবে। আমি এই মামলার তদন্ত চাই এবং দোষীদের গ্রেফতারের দাবি করছি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.