আগামী ৭ দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য তুমি শান্তিপুর ছাড়ো, না হলে তোমার খুনের দায় তুমি নিজে। সদ্য বিজেপিতে আসা MLA-র দেওয়ালের ওপর লিখে হুমকি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

আগামী ৭ দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য তুমি শান্তিপুর ছাড়ো, না হলে তোমার খুনের দায় তুমি নিজে। সদ্য বিজেপিতে আসা MLA-র দেওয়ালের ওপর লিখে হুমকি।

আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।

bjp mla mla threatened by writing on the walls, arindam bhattacharya

এর মধ্যে রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বিজেপিতে যাওয়ার একটা হিড়িক পড়ে গেছে। সম্প্রতি TMC ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) কে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।


তাঁর বাড়ির দেওয়ালে লেখা হয়েছে, "আগামী ৭ দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য তুমি শান্তিপুর ছাড়ো, না হলে তোমার খুনের দায় তুমি নিজে।" অরিন্দম এই ঘটনার বিষয়টি জানার পরে চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন, "আমি শান্তিপুর ছেড়ে যাব না।"

নদিয়ার শান্তিপুরে দেওয়ালে লিখে ভট্টাচার্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি এমন সময়ে উঠে এসেছে যখন শনিবার (২০ ফেব্রুয়ারী ২০২১) নদিয়া থেকে বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda) রাজ্যব্যাপি পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছেন।

বিজেপি এ জাতীয় ঘটনার নিন্দা করেছে। দল রাজ্যের এরকম পরিস্থিতি দেখে নির্বাচন কমিশনের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

সূত্র মতে, বিজেপি প্রতিনিধি দল রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত (Swapan Dasgupta)-র নেতৃত্বে নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে মোতায়েন করার দাবি জানিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে দল এই দাবি উত্থাপন করেছে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিজেপি বলেছে অতীতে যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলের অন্তর্গত থাকার অভিযোগ উঠেছে তাদেরও পুরো প্রক্রিয়া থেকে দূরে থাকা উচিত।

অরিন্দম ভট্টাচার্যকে হুমকি দেওয়ার বিষয়ে বিজেপি সাধারণ সম্পাদক এবং বাংলার প্রভারি কৈলাস বিজয়বর্গিয় (Kailash Vijayvargiya) টুইট করেছেন, "কী ধরনের আইন ব্যবস্থা। বাংলায় কী ধরনের গণতন্ত্র চলছে, এটি তার একটি নমুনা।

নদিয়ার শান্তিপুরে দেওয়ালে বিধায়ক শ্রী অরিন্দম ভট্টাচার্যকে প্রকাশ্যে হুমকি দিয়ে লেখা হয়েছে, "আগামী ৭ দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য তুমি শান্তিপুর ছাড়ো, না হলে তোমার খুনের দায় তুমি নিজে। তৃণমূলের জনতাবিহীন গণতন্ত্র। "

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad