প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ সফর করবেন।
যেখানে তিনি ভারতের বৃহত্তম LPG ইমপোর্ট টার্মিনালের উদ্বোধন করবেন। এই টার্মিনালের কারণে, কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিও উপকৃত হবে।
এই ইউনিটের উৎপাদন ক্ষমতা রয়েছে প্রতি বছর ২৭০ হাজার মেট্রিক টন।একবার কাজ শুরু করলে এই ইউনিট ১৮ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলারের সমতুল্য বিদেশী মুদ্রা সাশ্রয় করা যাবে।
প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই টুইটারে এই প্রকল্পের তথ্য দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, "আগামীকাল সন্ধ্যায় আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি প্রোগ্রামে আমি বিপিসিএল (BPCL) দ্বারা নির্মিত এলপিজি (LPG) ইমপোর্ট টার্মিনাল দেশকে উৎসর্গ করব।Tomorrow evening, I would be in Haldia, West Bengal. At a programme there, will dedicate to the nation the the LPG import terminal built by BPCL. Will also dedicate to the nation Dobhi–Durgapur Natural Gas Pipeline section of the Pradhan Mantri Urja Ganga project. pic.twitter.com/LepDe6dQEC
— Narendra Modi (@narendramodi) February 6, 2021
এ ছাড়াও প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রজেক্টের আওতায় নির্মিত দোভি-দুর্গাপুর (Dobhi Durgapur) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন দেশকে উৎসর্গ করবো।" তিনি অন্য একটি টুইটে জানান, 'হলদিয়া শোধনাগারকে দ্বিতীয় ইউনিটের ভিত্তি প্রস্তরও স্থাপন করা হবে।
এ ছাড়াও প্রধানমন্ত্রী ৪১ নম্বর জাতীয় সড়কে (NH-41) হলদিয়ার রাণীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়াল- পুলটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
উর্জা গঙ্গা প্রকল্পের সবচেয়ে বড় নির্মাণ:
এই প্রকল্পটি প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের আওতায় ২৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ৩৪৮ কিমি দীর্ঘ দোভি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এক দেশ এক গ্যাস 'One Nation, 'One Gas' গ্রীড প্রকল্পের বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী সারা ভারত জুড়ে LPG-র প্রাপ্যতা চান, যার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা যোজনা (Urja Ganga Project) চালাচ্ছেন। এর আওতায় বিহারের দোভি থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত গ্যাস পাইপলাইন বিছানো হয়েছে। যার দৈর্ঘ্য ৩৪৮ কিমি।
এই গ্যাস পাইপলাইন থেকে ঝাড়খন্ডের সিন্ধ্রি এবং দুর্গাপুরের ম্যাটিক্স সার কারখানাতেও গ্যাস সরবরাহ করবে। প্রধানমন্ত্রী এই সফরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পেরও উদ্বোধন করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.