পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি (BJP)-র ওপর অত্যন্ত আগ্রাসী অবস্থান নিচ্ছেন এবং প্রতিটি র্যালিতে বিজেপিকে তীব্র ভাবে টার্গেট করছেন।
মঙ্গলবারও মুর্শিদাবাদে সমাবেশে গেরুয়া পার্টির ওপর আক্রমণ করেন। তাঁর ভাষণের একটি অংশ খুব ভাইরাল হচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি- কে 'হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা' বলতে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়া ইউজার্স এ নিয়ে মিমস তৈরি করছেন। এর আগে, CAA-র বিরোধিতা করে মমতা ব্যানার্জি 'কাকা-ছিছি'র স্লোগান এবং বিজেপি প্রধান জেপি নাড্ডারকে' চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, গাড্ডা খুব ভাইরাল হয়েছিল।
মঙ্গলবার মুর্শিদাবাদের একটি সমাবেশে মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করেন।তৎকালীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার রাজধানী মুর্শিদাবাদে এক র্যালিকে সম্বোধন করে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী নেতাদের তুলনা মীরজাফরের সাথে করেন।
Editor: Where's the article?
— Naila Inayat (@nailainayat) February 10, 2021
Me: pic.twitter.com/2fcysMxjJO
তিনি বলেন "সিরাজ-উদ-দৌলা নিজের মুকুট খুলে দিয়ে বলেছিলেন মীরজাফরকে মীরজাফর আমার মুকুটটা তোমায় দিয়ে দিলাম। আমার সম্রাট গিরি চায়না। আমি চাই আমার দেশমাতৃকা ভাল থাকুক। তুমি আমার দেশমাতৃকার সম্মান রক্ষা করো। কিন্তু তিনি ব্রিটিশদের সাথে মিলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেন।"
মীর জাফর সিরাজ-দৌলার সেনাবাহিনীর সেনাপতি ছিলেন যিনি ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধে তাঁর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং ব্রিটিশদের সাথে যোগ দিয়েছিলেন।
মমতা ব্যানার্জি বলেন "কিছু দুর্বৃত্ত মীর জাফরের মতো দল ছেড়ে বিজেপিতে চলে গেছে।" আর এখন খুব চিৎকার করছে 'হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা-বুম্বা' বাম্বা বাম্বা"
মমতা ব্যানার্জি দল বদলকারী নেতাদের লক্ষ্য করে বলেছিলেন যে তাদের ধরা পড়ার আশঙ্কা ছিল তাই তারা বিজেপিতে চলে গেছে। তিনি বলেন, "বিজেপি ওয়াশিং মেশিন, কালো গুলো যাচ্ছে সাদা হয়ে চলে আসছে।কালো কাদা জমা হয়েছে এক জায়গায়।
এই পার্টি বাংলার নয়। এই পার্টি দিল্লির। দিল্লিতে একটি দাঙ্গা বাঁধানো পার্টি রয়েছে। গুজরাট ও ইউপিতে একটি দাঙ্গা বাঁধানো পার্টি আছে। আসামে একটি এনআরসি করানো পার্টি আছে। এটি না হিন্দুর না মুসলমানের না শিখ না খ্রিস্টান না জৈন, কোন দলের নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.