চাম্পদানি (Champdani) পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাদের প্রকাশ্যে জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা গেল।
তারপর জয় শ্রী রাম স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। BJP-র তরফ থেকে তৃণমূল কংগ্রেস (TMC) কে বরাবরই জয় শ্রীরাম স্লোগান বিরোধী বলে অভিযোগ করা হয়।
কিন্তু মঙ্গলবার হুগলি জেলার চাম্পদানিতে এদিন ভিন্ন চিত্র দেখা গেছে। চাম্পদানি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাদের প্রকাশ্যে জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা গেছে।
চম্পাদানি পৌরসভার প্রশাসক এবং ১৩ নম্বর ওয়ার্ডে নবনির্মিত হনুমান মন্দিরের উদ্বোধন করতে আসা তৃণমূল কংগ্রেসের হিন্দিভাষী সেলের সহ-সভাপতি সুরেশ মিশ্র (Suresh Mishra) বলেন যে শ্রী রামের নাম নিতে তাঁর কোনও আপত্তি নেই।
তিনি গর্বিত যে তিনি ব্রাহ্মণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেন যে শ্রী রামের নাম নিয়ে কিছু লোক রাজনীতি করছেন।শ্রী রামের নাম নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।
তিনি বলেন শ্রী রামের জয়ধ্বনি দেওয়ার সময় মনের মধ্যে একই আবেগ থাকা উচিত যে আবেগ মন্দিরে থাকে।শ্রীরাম জয়ধ্বনি দেওয়ার সময় আমাদের পায়ে জুতো পড়ে পড়ে থাকা উচিত নয়।
এর পরে সুরেশ মিশ্র নব- নির্মিত হনুমান মন্দিরের সামনে জয় শ্রী রাম স্লোগান দেন। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেরুয়া বস্ত্র পরে পৌছান সুরেশ মিশ্র এবং বলেন গেরুয়া বস্ত্রে কেবল ভারতীয় জনতা পার্টি (BJP)-র কর্মীদের বিশেষ অধিকার আছে তা নয়, যে কেউ এই বস্ত্র পড়তে পারে।
চাম্পদানি পৌরসভার প্রশাসকের আগে চাম্পদানি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য কিশোর কেওয়াত, বিক্রম গুপ্ত প্রমুখরাও জয় শ্রী রাম স্লোগান তোলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.