জয় শ্রী রাম লেখা মাস্ক (mask) পরায় স্বেচ্ছাসেবীদের (Volunteers) হুমকি দিল তৃণমূলের কর্মকর্তারা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

জয় শ্রী রাম লেখা মাস্ক (mask) পরায় স্বেচ্ছাসেবীদের (Volunteers) হুমকি দিল তৃণমূলের কর্মকর্তারা।

জয় শ্রীরাম স্লোগানের পর এবার জয় শ্রীরাম লেখা মাস্কও বাংলায় বিবাদ সৃষ্টি করেছে।

tmc activities treatened volunteers for wearing masks written by jai sree ram

রবিবার একটি সংস্থার পক্ষ থেকে চাম্পদানি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্থিত কমিউনিটি হলে চক্ষু পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়।


জয় শ্রীরামের স্লোগানের পরে এবার জয় শ্রীরাম লেখা মাস্কও বাংলায় বিতর্কের সৃষ্টি করছে।

জেলার চাম্পদানি (Champdani) এলাকায় চক্ষু পরীক্ষণ শিবিরে কিছু স্বেচ্ছাসেবীর জয় শ্রী রাম লেখা মাস্ক পড়ে আসায় তৃণমূল কর্মীরা আপত্তি জানায়।

জানা যাচ্ছে রবিবার একটি সংস্থার তরফে চাম্পদানি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি হলে চক্ষু পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে কিছু স্বেচ্ছাসেবক জয় শ্রী রাম লেখা মাস্ক পরেছিলেন।

খবর পেয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও ওয়ার্ডের কো-অর্ডিনেটর জিতেন্দ্র সিং (Jitendra Sing) ঘটনাস্থলে পৌঁছান এবং কার্যক্রমের আয়োজকদের কাছে জয় শ্রী রাম লেখা মাস্ক পরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন এবং অনুষ্ঠান বন্ধ করার হুমকি দেন।

তৃণমূল নেতার হুমকি দেওয়া এই ভিডিও কেউ গোপনে রেকর্ড করে নেয় এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। তৃণমূল নেতাকর্মীদের হুমকি দেওয়ার ফলে ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়।

নির্বাচনকে সামনে রেখে, পশ্চিমবঙ্গে জয় শ্রী রাম লেখা মাস্ক পরা বা জয় শ্রী রাম শ্লোগানে তৃণমূল কংগ্রেসের বিরোধে জনসাধারণের মধ্যে আক্রোশ দিন দিন বাড়ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad