ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কালাে দাগ হয়ে থাকবে জরুরি অবস্থা।
এতদিন একথা বলত বিজেপি। এবার খােদ কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)-ই স্বীকার করে নিলেন, ঠাকুমার নেওয়া সেই সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না।তবে, রাহুলের অভিযােগ বর্তমান বিজেপি সরকারের আমলে দেশের অবস্থা কোনও কোনও ক্ষেত্রে সে সময়ের থেকেও খারাপ।
সরকার স্বশাসিত সংস্থা গুলির কাজে যেভাবে হস্তক্ষেপ করছে, সেটা জরুরি অবস্থাতেও হতাে না বলে দাবি কংগ্রেসের যুব নেতার। মঙ্গলবার করােনিল বিশ্ববিদ্যালয়
আয়ােজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাহুল।
তিনি কথা বলছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে। সেই সাক্ষাৎকারে জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, জরুরি অবস্থা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। সে সময় যা যা হয়েছে, তা ভুল ছিল।
রাহুলের কথায়, আমার মনে হয় ওটা একটা ভুল ছিল। অবশ্যই ভুল ছিল। আমার ঠাকুমা যা বলেছিলেন সেগুলােও ঠিক ছিল না। তবে রাহুলের দাবি, জরুরি অবস্থার সময়ও কংগ্রেস কোনও স্বশাসিত সংস্থা কাজ করার চেষ্টা করেনি।
কংগ্রেস কখনও দেশের গণতান্ত্রিক কাঠামাে ধ্বংস করেনি। এটা কংগ্রেসের গঠনতন্ত্রেই নেই। রাহুলের দাবি, ‘আজকের পরিস্থিতি এবং তখনকার পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ দেশের স্বশাসিত সংস্থা গুলি RSS নামক সংস্থার দ্বারা আক্রান্ত।
RSS সব সংস্থাগুলিতে নিজেদের লােকে ভর্তি করে দিচ্ছে। আজ যদি আমরা বিজেপিকে ভােটে হারিয়েও দিই, ওদের এই প্রভাব থেকে সংস্থাগুলিকে মুক্ত করতে অনেক সময় লাগবে।
পাঁচ রাজ্যের নির্বাচনের আগে রাহুলের এই বিস্ফোরক স্বীকারােক্তি কংগ্রেসের জন্য মাথাব্যাথার কারণ হতে পারে। বিজেপি যে রাহুলের এই স্বীকারােক্তিকে ভােটের প্রচারে ব্যবহার করবে, সেটা বলাই বাহুল্য।
জরুরি অবস্থা নিয়ে এর আগেও একাধিকবার কংগ্রেস কে আক্রমণ করেছে বিজেপি। এবার হয়তাে সেই সুর আরও চড়বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.