প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর।
আজ প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক পদে নিয়োগের গুরুত্বপূর্ণ মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠে।
সরস্বতী পুজোর দিন মধ্যরাতে ১৫ হাজার ২৮৪ জনের মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ ও বেআইনিভাবে নিয়ােগ হয়েছে এই মর্মে আদালতে ছ’টি মামলা দায়ের করা হয়। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মামলাকারীদের অভিযোগ।
সেই মামলাগুলির পরিপ্রেক্ষিতে সােমবার নিয়ােগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিচারপতি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়।
আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়। আজ মহামান্য ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এবং প্রত্যেক জেলার DPSC অফিসে মেরিট লিস্ট পাবলিশ করতে আদেশ দিয়েছেন।
রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষক নিয়ােগে স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। গতকাল বুধবার মামলার রেজিস্ট্রেশন হয়েছিল।
প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হয় আজ। বিচারপতি সৌমেন সেন (Soumen Sen) এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যর (Sougata Bhattacharya) ডিভিশন বেঞ্চে ১২ নম্বর কোর্টে এই মামলাটি ওঠে। সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে স্থগিতাদেশ তুলে নিল ডিভিশন বেঞ্চ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.