বৃদ্ধ মহিলার ছবি শেয়ার করে লেখা আছে যে বাংলার এই মেয়ে যিনি কারও মা, কারও বোন, অবশেষে তিনি মৃত্যুবরণ করলেন।
কলকাতা: কয়েক দিন আগে উত্তর ২৪ পরগনা জেলার নিমতা এলাকায় কিছু দিন আগে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীর ৮৫ বছরের বৃদ্ধা মা শোভা মজুমদার (Shova Majumdar) কে মারধর করেছিল, যিনি আজ সকালে মারা গেছেন।
ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জি (Mamata Banerjee) কে এ নিয়ে প্রশ্ন তুলেছে।
TMC বাংলার আত্মাকে আঘাত করেছে:
দলের আইটি সেলের প্রধান ও সহ প্রভারি অমিত মালভিয়া (Amit Malviya) টুইট করেছেন। তিনি বৃদ্ধ মহিলার ছবি শেয়ার করে লিখেছেন যে বাংলার এই মেয়ে যিনি কারও মা, কারও বোন, অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।This daughter of Bengal, someone’s mother, someone’s sister... is dead. She was brutally assaulted by TMC cadres but Mamata Banerjee didn’t have a word of compassion for her. Who will heal the wounds of her family?
— Amit Malviya (@amitmalviya) March 29, 2021
TMC’s politics of violence has bruised Bengal’s soul... pic.twitter.com/sTvhwJ5EFv
তৃণমূল কার্যকর্তারা তাকে নির্মমভাবে মারধর করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত সহানুভূতির একটা শব্দও উচ্চারণ করেননি। সর্বোপরি, তার পরিবারের ক্ষত কে সারবে? তৃণমূল কংগ্রেসের হিংসার রাজনীতি বাংলার আত্মাকে আঘাত করেছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.