বারাসত: দশ বছরে বারাসত অনেক বদলেছে। মানেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)।
কিন্তু মহিলাদের পােশাক নিয়ে তার ১০ বছর আগের মন্তব্য অনড় বারাসতের ঘাসফুল শিবিরের প্রার্থীর। শুক্রবার দুপুরে বারাসতে এক সাংবাদিক বৈঠক তিনি আবারও বলেন, মহিলা নির্যাতনের একটা বড় কারণ তাদের পােশাক।
তার এই দাবি নিয়ে আবারও এদিন বিতর্ক ছড়াল বারাসতে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিরােধীরাও বিষয়টি নিয়ে সােচ্চার হয়েছেন।
১০ বছর আগে বারাসতে তার বিধায়কের জীবন শুরুর দিকে একটি ধর্ষণের ঘটনায় বারাসত থানায় দাঁড়িয়ে টলিউডের নায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছিলেন, পােশাক পরার বিষয়ে মহিলাদের অনেক সচেতন হওয়া উচিত।অনেক ক্ষেত্রেই মহিলাদের পােষাকই তাদের উপরে নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়।
সেই সময় তার সেই মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়েছিল। বিভিন্ন মহিলা সংগঠন থেকে তার এই মন্তব্যের বিরােধিতা করা হয়েছিল। দাবি উঠেছিল পােশাক পরা নিয়ে বারাসতের বিধায়ক মহিলাদের অপমান করেছে।
১০ বছর পর নতুন করে এদিন আবারও তিনি সেই বিতর্ক উসকে দিলেন। দুবারের বিজয়ী প্রার্থী তৃতীয়বারের জন্য বারাসতে নির্বাচনে লড়তে এসে এই মন্তব্য তার ভােট- বাক্সে বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই রাজনৈতিক মহলের অনুমান।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বারাসতের বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় (Sankar Chatterjee)। তিনি বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। নিজে একজন চলচিত্র জগতের লােক হয়ে কি করে এমন মন্তব্য করতে পারেন তাই বুঝতে পারছি না।
উনি যে ভাবে আবারও মহিলাদের অপমান করলেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আশা করি বারাসতের মহিলারাই এর যােগ্য জবাব দেবেন। অন্য দিকে, বারাসতের ফরওয়ার্ড ব্লক এর প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, উনি আবারও মহিলাদের অপমান করলেন।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি কী করে এমন মন্তব্য করলেন ভেবেই হতভম্ব হচ্ছি। আশা করব, বারাসতবাসী তাকে বিপুল ভােটে পরাজিত করে মহিলাদের প্রতি এই অপমানের যােগ্য জবাব দেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.