বড় বিপদে মুখে দেশের নিরাপত্তা। উপত্যকায় জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছে স্টিক বােমা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২০ মার্চ, ২০২১

বড় বিপদে মুখে দেশের নিরাপত্তা। উপত্যকায় জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছে স্টিক বােমা।

দেশের নিরাপত্তা কি এবার বড় চ্যালেঞ্জের মুখে?

sticky bomb reached to the militants in jammu and kashmir

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গিদের হাতে এসেছে নতুন প্রযুক্তির স্টিক বােম (Sticky bomb) জঙ্গিরা জম্মু-কাশ্মীরে হামলা চালানোর জন্য বিভিন্ন এলাকায় নানারকমের বােম ব্যবহার করে।


তবে এবার জঙ্গি সংগঠন গুলো এই নতুন স্টিক বােমের ব্যবহার করতে পারে বলে জানা গেছে। এই বোমে চুম্বক লাগানাে থাকে। এর ফলে অনায়াসে চলন্ত গাড়িতে ফিট করে দেওয়া যায় এই বোমা।

গাড়ি কিছুদুর যাওয়ার পরই তাতে জোরালাে বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণ দূর নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমেও করানাে যায়। এমনিতে সাধারণ আইইডি (IED) হলেও এই স্টিক বােম বড় কাণ্ড ঘটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

ম্যাগনেট লাগানাে থাকে বলেই এই ধরনের বোমায় বিপদের আশঙ্কা থাকে অনেক বেশি। গাড়ির ফুয়েল ট্যাংক-এর আশেপাশে অনায়াসে লাগিয়ে দেওয়া যেতে পারে এই স্টিক বােম, ফলে অনেক বড় মাপের বিস্ফোরণ ঘটানাে যেতে পারে সেই গাড়ির মাধ্যমে।

ইতিমধ্যেই এই ধরনের বােমা জঙ্গিদের হাতে পড়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে নিরাপত্তা বাহিনী। কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একটি তল্লাশি অভিযান চালানাের সময় জঙ্গিদের কাছ থেকে এই ধরনের স্টিক বােম উদ্ধার করেছেন।

এই বােমের ওজন অনেক কম এবং পাের্টেবল। গাড়িতে ফিট করার পর এই বােম ডেটোনেট করা হয়। ফলে যে বোমা প্লান্ট করে তার কোনও ক্ষতির সম্ভাবনা থাকে না। তবে বড় ধরনের ধামাকা করানাে যেতে পারে সেই গাড়ির মাধ্যমে।

তবে কিছুটা হলেও স্বস্তির বিষয় হল এই যে নিরাপত্তা বাহিনী জানিয়েছে এখনও পর্যন্ত জঙ্গিরা এই বােমের ব্যবহার করতে পারেনি। তবে তল্লাশি অভিযান চালানাের সময় উপত্যকার বেশ কয়েকটি এলাকা থেকে এই বােমা উদ্ধার হয়েছে, ফলে চিন্তার কারণ একটা থাকছেই।

ইজরায়েলী দূতাবাসে ২০১২ সালে হামলার সময় জঙ্গিরা এই বােমার ব্যবহার করেছিল।কোনও এক বাইক সওয়ার একটি ইনােভা গাড়িতে এসে বোমা লাগিয়ে দিয়েছিল। সেই ধামাকায় ইজরায়েলি ডিপ্লোমেট-এর স্ত্রী এবং ড্রাইভার গুরুতর আহত হয়েছিলেন। দাউদাউ করে আগুন জ্বলেছিল তাঁদের গাড়িতে। তেহরানে পরমাণু বিজ্ঞানীদের উপর কেউ বা কারা ২০১০ ও ২০১২ সালে স্টিক ম্যাগনেটিক বােম দিয়ে হামলার ছক কষেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad