একেই রবিবার বামেদের ভরা ব্রিগেডে জোট শরিকদের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে এসেছে।
আসন ছাড়া নিয়ে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর দড়ি টানাটানি এতদিন ছিল চার দেওয়ালের মাঝে। কিন্তু সংযুক্ত মাের্চার মঞ্চে ‘ভাইজান’ই এদিন তা প্রকাশ্যে আনেন, তাতেই বাড়ে বামেদের অস্বস্তি। আর এই সুযােগ কে হাতিয়ার করেই জোট নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরােধীরা।
রবিবারের ব্রিগেড নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘােষ বলেন, বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানানাের চক্রান্ত করছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। বিজেপি রাজ্য সভাপতির কথায়, ব্রিগেডের মঞ্চেই স্পষ্ট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে জোট।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘােষণা হয়ে গিয়েছে। আর ভােট প্রচারের ক্ষেত্রে বিজেপি ধর্মের তাস খেলছে বলে আগেই সরব হয়েছে বাম-কংগ্রেস ও তৃণমূল। ব্রিগেডর পর সেই ইস্যুতেই তিন দল কে একযােগে আক্রমণ করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)
তাঁর অভিযােগ, ‘আব্বাসের সাম্প্রদায়িক রাজনীতির কাছে মাথা নত করেছেন বাম এবং কংগ্রেস নেতারা। আর তাদের ইন্ধন দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলও।
শমীকের প্রশ্ন, ‘বিজেপির রাজনীতিকে সাম্প্রদায়িক রাজনীতি বলেন এঁরা। তাহলে আব্বাসের রাজনীতিটা কী?' এবার বামেদের ‘আব্বাস প্রীতি’ নিয়ে সুর চড়ালেন দিলীপ ঘােষও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.