নিয়োগের দাবিতে মমতা ব্যানার্জির কালিঘাটের বাড়ির সামনে SSC চাকরি প্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সাথে ধস্তাধস্তি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ৩ মার্চ, ২০২১

নিয়োগের দাবিতে মমতা ব্যানার্জির কালিঘাটের বাড়ির সামনে SSC চাকরি প্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সাথে ধস্তাধস্তি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র কালিঘাটের বাড়ির সামনে SSC চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখালেন।

ssc candidates protest in kalighat

তাদের নিয়ােগের দাবিতেই মূলত এই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরাতে পুলিশের সাথে রীতিমতাে ধস্তাধস্তি হয় তাঁদের।


পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। SSC চাকরি প্রার্থীরা মঙ্গলবার জমায়েত হন হরিশ মুখার্জি রােডে যা মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকা। প্রথমে তারা চাকরির দাবিতে সরব হয়। কাউকে আবার পােস্টার হাতে রাস্তায় শুয়ে পড়ে থাকতে দেখা গেছে।

এভাবে দীর্ঘক্ষণ রােদে থাকার ফলে বেশ কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশে খবর যেতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের সামনেও বিক্ষোভ প্রদর্শন চলে চাকরিপ্রার্থীদের। তাদের অভিযােগ, পুলিশ তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তােলার চেষ্টা করে।

এর ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে।এরপর বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। উল্লেখ্য, ২০১৬ সালে এসএসসি (SSC) পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পরও এখনও বহু প্রার্থী চাকরির নিয়ােগপত্র হাতে পাননি।

এই চাকরিপ্রার্থীরা ২০১৯ সালে লােকসভা ভােটের আগে প্রেস ক্লাবের সামনেও বহুক্ষণ বিক্ষোভ দেখিয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ভােট মিটলে তাঁদের দিক বিবেচনা করে দেখা হবে।

পরবর্তীকালে ৫ চাকরিপ্রার্থী এবং অন্যান্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। এদিন বিক্ষোভে সামিল SSC চাকরিপ্রার্থী দের অনেকেই অভিযােগ করেন ইতিমধ্যে কমিটির ৫ জন এবং তাদের পরিবারের অনেকেই চাকরি পেয়েছেন। অর্থাৎ নিয়ােগের ক্ষেত্রে দুর্নীতি অবশ্যই হয়েছে। তাই অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হোক ও নিয়ােগ হোক এই মর্মে তাঁরা দাবি জানিয়েছেন।


সেই নিয়ােগের দাবিতেই কিছুদিন আগে শিক্ষামিত্র ও অনুমােদনহীন মাদ্রাসার কয়েকজন SSC চাকরিপ্রার্থী আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া জন্য রওনা দিয়েছিলেন। তাদের কাছে ছিল দাবিদাওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড। তারপর থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার ফের সেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই SSC চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। তবে ভােটের আগে অনেকেই এই বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad