দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে সবার নজর পশ্চিমবঙ্গের দিকে।
বিধানসভা নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, রাজ্যে রাজনৈতিক হিংসা ততই বেড়ে চলেছে। বিজেপি ও তৃনমূলের ক্ষমতার লড়াইয়ের মধ্যে কোচবিহারের দিনহাটায় বিজেপি কার্যালয়ের কাছে দলের মন্ডল সভাপতি অমিত সরকার (Amit Sarkar)-এর লাশ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের ওপর অভিযোগ এনেছে "এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। তারা চায় যে আমরা (বিজেপি কর্মীরা) ভয়ে ঘরে বসে থাকি, তবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।"
এর আগে কলকাতা সংলগ্ন সোনারপুরে একজন বিজেপি কর্মী বিকাশ নস্কর (Bikash Naskar) এর লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। বিজেপি বলেছে যে বিকাশ নস্করকে হত্যা করা হয়েছে। তিনি ৫৭ নম্বর বুথের বিজেপি কর্মী ছিলেন।
বিজেপি অভিযোগ করেছিল যে বিকাশ নস্করকে TMC গুন্ডারা হত্যা করেছিল এবং দড়ি দিয়ে তার মরদেহ একটি গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে মনে হয় বিকাশ আত্মহত্যা করেছে।
Amit Sarkar, mondal president of Dinhata Town, was hanged to death by TMC goons, just 72 hours before the first phase.
— Amit Malviya (@amitmalviya) March 24, 2021
Is this what TMC meant by Khela Hobe?
Bengal has been reduced to blood field with political killings becoming the norm. BJP has lost over 130 of its cadres... pic.twitter.com/M1tzMkmXry
বাংলায় গত দশ বছর ধরে বিজেপি মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সরকারকে উৎখাত করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে নির্বাচনী প্রচারের জন্য দল মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সহ প্রবীণ নেতাদের একটি পুরো সেনা মাঠে নামিয়ে দিয়েছে।
বিজেপি প্রথম দফার ভোট গ্রহণের ঠিক আগে বিজেপি নেতাকে হত্যা করে লাশকে ঝুলিয়ে দেয় বিজেপি তৃনমূলের ওপর অভিযোগ করেছে এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বিজেপি টুইটারে লিখেছে প্রথম দফা ভোটের মাত্র ৭২ ঘন্টা আগে বিজেপির এক নেতাকে হত্যা করে ঝুলিয়ে দেয়। এখনও অবধি বাংলায় ১৩০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে রক্ত পিপাসু সরকারকে উৎখাত করতে হবে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.