আবারও কলকাতা কর্পোরেশনে ইঞ্জিনিয়ার নিয়ােগে দুর্নীতির অভিযোগ। পৌরসভার পার্সোনেল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিকের ছেলে এবার নিয়ােগ তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিয়ােগে দুর্নীতির অভিযােগ তুলে এই তথ্য সামনে এনেছে কলকাতা কর্পোরেশনের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসােসিয়েশন।
এছাড়াও প্রাক্তন প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং প্রশাসক বাের্ডের সদস্য তাতীন ঘােষ (Tatin Ghosh) প্রভাব খাটিয়ে পৌর নিয়মের তােয়াক্কা না করেই ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ারদের সুবিধাজনক পদ পাইয়ে দিচ্ছেন বলেও অভিযোেগ এনেছেন তাঁরা।
বিষয়টি বর্তমান প্রশাসক খলিল আহমেদ (Khalil Ahmed)-র সঙ্গে নির্বাচন কমিশনেও জানানাে হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি পার্থ গুপ্ত (Partha Gupta) ও সম্পাদক মানস সিনহা (Manas Sinha)। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমিত দাস।
সাংবাদিক সম্মলনে সংঠনের নেতৃবৃন্দ এদিন বলেন, কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগের আধিকারিক পৌরসভায় ইঞ্জিনিয়ার নিয়ােগে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে থাকায় নিয়ােগ তালিকায় তাঁর ছেলে ১ নম্বর ও মেয়ের নাম ৪ নম্বরে জায়গা পেয়েছিল।
আবারও সেই একিই ঘটনা। এবারও উদ্যান বিভাগের এক আধিকারিক যিনি পার্সোনেল বিভাগে ইঞ্জিনিয়ার সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্বে, তাঁর
ছেলের নাম নিয়ােগ তালিকায় ২ নম্বর স্থানে রয়েছে।
অথচ কর্পোরেশনের নিয়মানুযায়ী যদি কোনও আধি- কারিক এমন পদে বহাল থাকেন তাঁর ছেলে মেয়ে বা পরিবারের অন্য সদস্য কেউ নিয়ােগের পরীক্ষা দিলে তখন ওই পদ থেকে তাঁকে সাময়িকভাবে অব্যাহতি নিতে হয়।
কিন্তু এই দুই ক্ষেত্রেই এমন নিয়ম পালন করা হয়নি। আধিকারিকরা নিয়মের তােয়াক্কা না করে নিজের ছেলে- মেয়েকে পিছনের পথ দিয়ে কাজে ঢুকিয়ে দিচ্ছেন।
বলা হয়েছে, ৯ নম্বর বরােয় একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অবসর নেওয়ার পরে নিয়মমাফিক সিনিয়র ইঞ্জিনিয়ার কে সেই পদে দায়িত্ব না দিয়ে নিচু তলায় থাকা ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ারকে ওই পদে আনা হয়েছে। যিনি ওই পদে বসার দাবিদার তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ।
তাঁকে উপেক্ষা করে নিয়মের তোয়াক্কা না করে এটা করা হয়েছে। বিষয়টি আমরা পৌর কমিশনারকে জানিয়েছি। নির্বাচন কমিশনকেও জানিয়েছি। ভোট ঘোষণার পরে ইঞ্জিনিয়ারদের গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে।
প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘােষ ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারকে তালিকার প্রথম দিকে তুলে আনা হয়েছে সমস্ত নিয়ম উপেক্ষা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.