মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, অস্বস্তিতে তৃণমূল। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ২৪ মার্চ, ২০২১

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের, অস্বস্তিতে তৃণমূল।

গত মাসেই আদিগঙ্গায় নেমে সাঁতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির অভিমুখে যাত্রা করে শিরােনামে উঠে এসেছিলেন শিক্ষাবন্ধুরা।

ssc candidates stage protest outside  mamata banerjee's kolkata residence

এ বার ফের হবু শিক্ষকদের ক্ষোভ আছড়ে পড়ল মুখ্যমন্ত্রীর গড় কালীঘাটে। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ আচমকাই একদল। এসএসসি চাকরিপ্রার্থী (SSC candidates) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।


রাস্তার উপর শুয়ে পড়ে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। নবম এবং দশম শ্রেণির উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এদিন দুপুর নাগাদ জড়াে হন কালীঘাট চত্বরে। বিকেল হতেই রাস্তার উপর শুয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন।

নিয়ােগের দাবিতে গত দু'মাসের বেশি সময় ধরে সল্টলেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই চাকরিপ্রার্থীরা।
যেই বিক্ষোভের ঢেউ আজ খােদ মুখ মন্ত্রীর বাড়ির সামনে আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় কালীঘাট থানার পুলিশ। বিক্ষোভকারীদের রীতিমতাে টেনে-হিচড়ে পুলিশের ভ্যানে তােলা হয়।

প্রতিবাদীদের দাবি, বহু বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়ােগ এখনও শুরু হয়নি। উনিশ সালে খােদ মুখ্যমন্ত্রী নিয়ােগের। প্রতিশ্রুতি দিলেও মেধাতালিকায় থাকা প্রার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হয়ে চলেছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতাে বলপ্রয়ােগ করে বিক্ষোভকারীদের ভ্যানে তােলে পুলিশ। তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য খানিকটা স্বাভাবিক হয়।
পরিস্থিতি। তবে নির্বাচনের মুখে বারংবার হবু শিক্ষকদের আন্দোলন মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগােড়ায় আছড়ে পড়ছে, তা নিয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে শাসক দলের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad