তােলা আদায়ের অভিযােগে গ্রেফতার হল হুগলি জেলার আরামবাগের এক TMC নেতা।
ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সমরেশ পন্ডিত ওরফে বাবলু পণ্ডিত। জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা বাবলু পন্ডিত আরামবাগের গড়বাড়ি এলাকার একজন পরিচিত তৃণমূল নেতা। তৃণমূলের আরামবাগের কিষান ক্ষেতমজুর সেলের অঞ্চল সভাপতি বাবলু পণ্ডিত।
তিনি নাকি আরামবাগের জয়রামপুর এলাকার এক হােটেলের মালিকের কাছে টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। ওই হােটেল মালিককে বারবার টাকা দেওয়ার জন্য নানাভাবে চাপ দিতে থাকে ওই নেতা বলে অভিযােগ।
পুলিশ ঘটনার বিষয়টি জানতে পেরে অভিযােগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে কোর্টে তােলে। কোর্টে তােলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধৃত তৃণমূল নেতা বাবলু পণ্ডিত বলেন, ‘জমির ক্ষতিপুরণ চাওয়ার জন্য মিথ্যাভাবে আমাকে অপবাদ দেওয়া যদি টাকা চেয়ে থাকি তাহলে প্রমাণ দেখাক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নাকি তিনি জামিনও পেয়ে যান। জয়রামপুর এলাকার একটি নামী হােটেল ও ওয়াটার পার্ক রয়েছে বলে জানা গিয়েছে।সেখানে বহু মানুষ কাজ করেন।
অভিযােগ, দিনের পর দিন নানা অছিলায় ওই নেতা হােটেল মালিকের কাছ থেকে টাকা আদায় করত। এই বিষয়ে হােটেলের কর্ণধার জিয়াজুর রহমান জানান, আমার কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আসত। বিভিন্ন সমস্যার কথা জানাত। আমি সাহায্য করতাম।
তবে চাপ দিয়ে টাকা আদায় করার চেষ্টা করায়, আমি প্রতিবাদ করি। চাষের জমির ফসল নষ্ট হচ্ছে। বলায়, আমি তা নিজে দেখতে যাই। কিন্তু কোনও ক্ষতি হয়নি।
বারবার টাকা চাওয়ার জন্যই পুলিশ ওনাকে গ্রেফতার করেছে। এই বিষয়ে আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায় বলেন, এই বিষয়ে আমাকে কেউ জানায়নি। প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমাকে জানালে, আমি ব্যবস্থা নিতাম। এই ঘটনাটি ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল জড়িত নয়। সুতরাং তৃণমূলের অস্বস্তির কোনও ব্যাপার নেই।
বারবার 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণ শানিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই আবহে দলের এক নেতা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ায় যথেষ্ট বেকায়দায় তৃণমূল নেতৃত্ব।
অন্য দিকে, আরামবাগের বিজেপি নেতা শুভাশীষ দত্ত জানান, এটা তৃণমূলের কালচার। কাটমানি খাওয়া, তােলা আদায় করা। তৃণমূলের জন্যই বহু কলকারখানা ও বড় বড় হােটেল বন্ধ হয়ে যাচ্ছে।
আমরা এর প্রতিবাদ করছি। প্রশাসনের উচিত সঠিক তদন্ত করে বিষয়টি দেখা। প্রসঙ্গত, তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.