তৃণমূলের সাংবাদিক বৈঠক, অনুপস্থিত দলের একাংশ। কপালে চিন্তার ভাঁজ তৃনমূলের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ৭ মার্চ, ২০২১

তৃণমূলের সাংবাদিক বৈঠক, অনুপস্থিত দলের একাংশ। কপালে চিন্তার ভাঁজ তৃনমূলের।

তৃতীয় বারের বারাসত বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দলের মনােনীত হয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)

chiranjit chakraborty meeting at barasat

সেই উপলক্ষে শনিবার তিনি বারাসত পুরসভায় সাংবাদিক বৈঠক করেন। কিন্তু সেই বৈঠকে দেখা গেল না বিধানসভা কেন্দ্রের প্রথম সারির একাধিক তৃণমূল নেতাকে।


এদিনের এই ঘটনা স্বাভাবিক কারণেই উসকে দিল বিতর্ক। এদিন তৃণমূল শাসিত বারাসত পুরসভায় সাংবাদিক বৈঠকে উল্লেখযােগ্য অনুপস্থিত মুখ তৃণমূল কো-অর্ডিনেটর নারায়ণ গােস্বামী, পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখােপাধ্যায়, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তথা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তাপস দাসগুপ্ত সহ অনেকে।

এছাড়াও পৌরসভায় এদিনের বৈঠক নিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযােগ তুলল বিরােধীরা। বিরােধীদের অভিযােগ, এদিন পুরসভার মধ্যে 'বাংলা তার নিজের মেয়েকেই চায়’ লেখা ফেস্টুন টাঙিয়ে সাংবাদিক বৈঠক করেন বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)

যদিও কোন বিষয়কেই আমল দিতে চাননি চিরঞ্জিৎ ও তার অনুগামীরা। তৃণমূল প্রার্থী জানান, তিনি হ্যাটট্রিক করতে চলেছেন। পাশে চান সবাইকে। যারা বারাসতে টিকিটের দাবিদার ছিলেন অথচ মনােনীত হননি তাঁদের ও পাশে চান তিনি।

চিরঞ্জিৎ মনে করেন। স্থানীয় না হওয়া তার বিরুদ্ধে কোনও বিপক্ষ ইস্যু হিসেবে কাজ করবে না কারণ স্থানীয় মানুষের কোনও কাজ বিগত দশ বছরে আটকে থাকেনি। সব কাজ বিগত দশ বছরে হয়ে গিয়েছে সামান্য কাজ বাকি আছে তাও হয়ে যাবে। আগামী পাঁচ বছর মানুষের সেবা পারবেন, আশাবাদী চিরঞ্জিত। তিনি দাবি করলেন তিনি বহিরাগত নন।

বিজেপিমুখী মিঠুনকে নিয়ে তিনি বললেন, মিঠুনের যাওয়া আসা নিয়ে কিছু আসে যায় বারাসত। বারাসতে হ্যাটট্রিক করতে হলে আগে নিজের দলের সবাইকে নিয়ে একজোট হয়ে লড়তে হবে বলে জানান তিনি।

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চ্যাটার্জি ও ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চ্যাটার্জি। নির্বাচনী বিধিভঙ্গ প্রসঙ্গে বলেন, বিনাশকালে বুদ্ধিনাস। ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে দিশেহারা হয়ে এইসব করছে তৃণমূল। বারাসতের মানুষ চিরঞ্জিতকে চাইছে না। ফলে তার পরাজয় নিশ্চিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad