হুগলির তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ৭ মার্চ, ২০২১

হুগলির তারকেশ্বরে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।

ভােটের আগে থেকেই বােমা থেকে আগ্নেয়াস্ত্র প্রচুর পরিমাণে মজুত করার অভিযােগ করে আসছিল বিরােধীরা।

Firearms and bombs were recovered at Tarakeswar in Hughli

এদিন তারই প্রমাণ পাওয়া গেল হুগলি জেলার তারকেশ্বরে। এদিন তারকেশ্বরে দরবেশপুর থেকে প্রায় ৩৬টি তাজা বােমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরের দরবেশপুর এলাকায় একটি খড়ের গাদার তলা থেকে উদ্ধার হয় এই তাজা বােমগুলি। কে বা কারা এই বােমগুলি মজুত করে ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়েই প্রথম ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। কিন্তু এক সঙ্গে এত বােম প্রত্যক্ষ করার পর বােম স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে এই বােমগুলি উদ্ধার করে।

এই বিষয়ে স্থানীয় কার্তিক বেরা বলেন, সকালে উঠে মাঠে আলু তুলতে এসে দেখি মাঠের মাঝে হই চই হচ্ছে।শুনলাম বােম বের হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।

অপরদিকে তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী (Ganesh Chakraborty) বলেন, আমরা এর বহু আগে থেকেই বলে আসছি এলাকায় অশান্তি ও সন্ত্রাস করার জন্য বােম ও আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। পুলিশের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায় এলকায় আরও রুট মার্চ করানাে উচিত। দুষ্কৃতীরা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

অপরদিকে এই বিষয়ে তারকেশ্বরের তৃণমূল নেতা স্বপন সামন্ত (Swapan Samasnta) বলেন, এই সমস্ত অসামাজিক কাজ তৃণমূল বরদাস্ত করে না। বােমের রাজনীতি তৃণমূল করে না। মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা নির্বাচনে লড়াই করব। সব মিলিয়ে এদিন এক সঙ্গে এত বােম উদ্ধারের ঘটনায় রীতিমতাে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad