ডায়মন্ডহারবার: ভোটের আবহে রাতের অন্ধকারে বিস্ফোরণে হাত উড়ে গেল এক তৃণমূল কর্মীর।
গুরুতর জখম হল আরও একজন ব্যক্তি। বিজেপি (BJP)-র দাবি বােমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটতেই জখম হয় ওই দুই তৃণমূল কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সাতগাছিয়া বিধানসভার নােদাখালি থানার ডােঙারিয়া স্কুলের পিছনে।
ঘটনায় শেখ বাপ্পা ও গােপাল অধিকারী নামে দুজন তৃণমূলী দুষ্কৃতী গুরুতর জখম হয়েছে। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে গিয়েছে। যদিও এই অভিযােগ মানতে নারাজ শাসকদল তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা খবর ভােটের আগে থেকেই ডােঙারিয়া এলাকার বিভিন্ন জায়গায় গােপনে বােমা মজুদ করে রাখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ভােট শান্তিপূর্ণ ভাবে মিটে গিয়েছে।
এরমাঝে রবিবার রাতে স্থানীয় লোকজন স্কুলের পিছনে হঠাৎই বিস্ফোরণের বিকট শব্দ শুনে সেখানে ছুটে এসে দেখেন শেখ বাপ্পা ও গােপাল অধিকারী নামে দু'জন ব্যক্তি আগুনে ঝলসে গিয়েছে। শেখ বাপ্পার হাত উড়ে গেছে। তাঁদেরকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নােদাখালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।বিজেপির অভিযােগ জখম দুই ব্যক্তি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলের অনুগামী। তারা এলাকায় সন্ত্রাস ছড়াতে গােপনে বােমা বাঁধছিল। বিজেপির দাবী বােমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এই দু’জন জখম হয়েছে।
এ বিষয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি সুফল ঘাটু বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা ভােটে সন্ত্রাস ছড়াতে চেষ্টা করেছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণ ভােট হওয়ায় এলাকায় সন্ত্রাস ছড়াতে ব্যর্থ হয় তারা।
ভােটের পরে সন্ত্রাস ছড়ানাের জন্য ডােঙারিয়া এলাকায় বােমা বাঁধছিল দুষ্কৃতীরা তা মানতে নারাজ তৃণমূল। এ বিষয়ে সাতগাছিয়া বিধানসভার যুব তৃণমূল নেতা বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মিথ্যে অভিযােগ করছে বিজেপি। ডােঙারিয়া এলাকায় কিছু যুবক পিকনিক করছিল। সেই সময় স্টোভ ফেটে গিয়ে বিস্ফোরণ হয় তাতেই আহত হন দুজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.