West bengal election 2021 "ভােট মিটলেই বালি ও কয়লা মাফিয়াদের জেলে ভরব" উত্তরবঙ্গ সফরে অমিতের হুঁশিয়ারি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

West bengal election 2021 "ভােট মিটলেই বালি ও কয়লা মাফিয়াদের জেলে ভরব" উত্তরবঙ্গ সফরে অমিতের হুঁশিয়ারি।

কোচবিহার: হাইভােল্টেজ নন্দীগ্রামে ভােট শেষ। আর সেখান থেকেই ‘মমতা বিদায়’-এর ঘণ্টা বাজল বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

amit shah slams mamata banerjee over illegal infiltration

ক্ষমতায় এসে বালি এবং কয়লা মাফিয়া রাজ বন্ধ করার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘২ মে দিদি যাচ্ছেন, উত্তরবঙ্গে উন্নয়ন আসছে। শুক্রবার কোচবিহারের শীতলকুচির জনসভা থেকে কর্মী, সমর্থকদের চাঙ্গা করতে এমনই ভােকাল টনিক দিলেন তিনি।


বঙ্গের ভােটযুদ্ধে তৃতীয় দফার আগে নতুন সমীকরণ প্রকাশ্যে আনলেন তিনি। বললেন ‘মমতার’ এবং “মােদির ৩বি’ ফর্মুলার কথা। আরও একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে তােপ দেগে ভােটের প্রচার সারলেন শাহ। রাজ্যে ক্ষমতায় এসে বালি এবং কয়লা মাফিয়া রাজ বন্ধ করার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একই সঙ্গে ওই মাফিয়াদের জেলে পাঠানাের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভা ছিল। সেখানেই অমিত এ কথা বলেন। কোচবিহারের পর আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে। পশ্চিমবঙ্গ সরকারের ‘উত্তরবঙ্গ বঞ্চনার অভিযােগও তােলেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে সভা করে আলিপুরদুয়ারের কালচিনিতে আসেন। বিকাশ, বিশ্বাস, বাণিজ্য, মােদি সরকার চলে এই ৩ বি ফর্মুলায়। আর মমতা সরকার চালান ৩টি ফর্মুলায় তােলাবাজি, তানাশাহি, তুষ্টিকরণ।

কোচবিহারের শীতলকুচির সভায় এভাবেই ‘মমতার ৩টি এবং ‘মােদির ৩বি’র মধ্যে লড়াইয়ের সূচনা করে দিয়ে গেলেন অমিত শাহ। আর এই সূত্রেই তাঁর আবেদন, উত্তরবঙ্গে একটা ভােটও তৃণমূলকে নয়, বিজেপিকে দিন।

তৃণমূল ক্ষমতায় এলে অনুপ্রবেশের সমস্যা থাকবে, বিজেপিই একমাত্র সেই সমস্যা রুখতে সক্ষম। উত্তরবঙ্গের উন্নয়নে প্রতি বছর ২ হাজার কোটি টাকা করে অর্থ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।রাজবংশী সম্প্রদায়ের সমর্থন পেতে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাজ্যে দু’দফায় মােট ৬০ আসনে ভােট হয়েছে এখনও পর্যন্ত। তার মধ্যে ৫০ টি আসনই বিজেপি দখল করবে বলে শীতলকুচির সভায় দাবি করলেন শাহ। আর এই হিসেবেই অন্তত ২০০টি আসনে জিতে বঙ্গ দখল করবে বিজেপি, এমনই মনে করেন তিনি।

বৃহস্পতিবার নন্দীগ্রামে ভােটের দিন। জয়নগর ও উলুবেড়িয়ার জনসভা থেকে প্রায় একই দাবি করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Narendra Modi) শাহর গলাতেও সেই প্রতিধ্বনি।

আসলে বঙ্গ জয়ে বিজেপির এবারের টার্গেট ২০০ আসন। আর সেই লক্ষ্যেই চলছে গেরুয়া শিবিরের যাবতীয় প্রচার, রণকৌশল। উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে শুক্রবার একাধিক প্রতিশ্রুতি শােনা গিয়েছে অমিতের গলায়।

তিনি বলেছেন, ‘ভােটের ফল প্রকাশের পর চা-শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে। এখন যা ২১০ টাকা, তা বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে। চা-বাগানে যাঁরা কাজ করেন, তাঁদের জমির পাট্টা বিলি করা হবে। তৈরি হবে স্কুল, এমইস, হাসপাতাল। পাহাড়ে তৈরি করা হবে নেপালি ভাষার অ্যাকাডেমি।

তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়েও শুক্রবার আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “দিদির বিদায় নিশ্চিত। খেলা হবে বলে ভয় দেখাতে চাইছে তৃণমূল, ভয় পাবেন না। নন্দীগ্রামের ভােটে দিদি হেরে গিয়েছেন। বাংলায় আর গুন্ডারাজ চলবে না।

নির্বাচনের শুরু থেকেই ‘কয়লা মাফিয়া’, ‘বালি মাফিয়া দের নিয়ে সরব হয়েছে বিজেপি। উত্তরবঙ্গে সেই কথাও শােনা গেল অমিতের মুখে। তিনি বলেন, ২ তারিখের পর বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের রাজত্ব বন্ধ করব। সবাইকে জেলে পাঠাবার ব্যাবস্থা করব। শুধু আপনারা দিদিকে বদলান। আত্মীয়দের ফোন করে বলুন, ভােট দিয়ে আসতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad