নদিয়া: নির্বাচনের মরশুমে আবারও চাপড়ায় বেআইনি অস্ত্র-সহ গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গােটা এলাকা জুড়ে।
ওই এলাকায় প্রায় প্রতিদিনই ঘটে চলেছে বােমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতাে ঘটনা। এবার নদিয়ার চাপড়া থানার এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
সূত্রের খবর অনুযায়ী সােমবার নদিয়া জেলার চাপড়া সীমান্তবর্তী এলাকা হৃদয়পুরের বেতবেরিয়া গ্রাম থেকে বন্দুক গুলি ও বােমা উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।
সেই বােমা নিষ্ক্রিয় করার আগে রবিবার মধ্যরাতে চাপড়া থানার পুলিশ গােপন সূত্রে হানা দিয়ে হাটরা এলাকার তৃণমূল নেত্রী চুমকি মণ্ডলের বাড়ি হানা দিয়ে একটি অত্যাধুনিক পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি মজুত রাখার অপরাধে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। সােমবার কৃষ্ণনগর আদালতে তােলা হয় অভিযুক্ত তৃণমূল নেত্রী চুমকি মন্ডল কে।
সামনে নির্বাচন তবে এই নির্বাচনের প্রাক মুহূর্তে কি কারণে তিনি বন্দুক বা গুলি মজুত করেছিলেন এবং কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্র কার্তুজ সংগ্রহ করেছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
বিগত দিনে নির্বাচনে সন্ত্রাস তৈরি করে সাধারণ মানুষকে ভােট দিতে দেয়নি তৃণমূল কংগ্রেস আবারও এই নির্বাচন পুনরাবৃত্তি ঘটাতে অস্ত্র মজুত করা হয়েছিল বলে বিরোধীদের দাবি।
পুলিশ এখনও যদি সঠিকভাবে তদন্ত শুরু করে তাহলে চাপড়া এলকায় প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র ও বােমা উদ্ধারের প্রবল সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিজেপির বলেন, সমগ্র রাজ্যের মধ্যে চাপড়া বিধানসভা এলাকায় বােমা বারুদের স্কুপ হয়ে রয়েছে। পুলিশ যদি সঠিক তদন্ত করে খোঁজ করে ঠিক সেগুলাে উদ্ধার করতে পারবে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিগত পঞ্চায়েত নদিয়া নির্বাচনে সাধারণ মানুষকে ভােট দিতে দেয়নি।সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করেছে। বিজেপি প্রার্থীদের মনােনয়ন জমা দিতে দেয়নি। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাল খুব খারাপ।
সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এবার চাপড়া বিধানসভা অন্যতম দাবিদার ভারতীয় জনতা পার্টি তাই নির্বাচনের আগে সন্ত্রাস করার জন্যই বাড়িতে বাড়িতে অস্ত্র ও বােমা মজুত রেখেছে।
তৃণমূল কংগ্রেস জানে চাপড়া বিধানসভা এবার তাদের দখল করা হবে না। তাই নির্বাচনের আগে সন্ত্রাস করতেই এসব করছে। আর তার কারণ হল, বিগত কয়েকদিন আগে তৃণমূল প্রার্থী এবং তার অনুগামীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করছে।
আগামী ২ মে ফলাফল ঘােষণার পরে চূড়ান্ত খেলা হবে বলে সাধারণ মানুষকে হুঁশিয়ারি দিয়েছেন এটি তারই প্রতিফলন। যদিও এই বিষয়ে বিজেপির করা অভিযােগ অসত্য বলেই বলছেন চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও রূকবানুর রহমান।
তিনি বলেন, বিজেপি চাপড়া এলাকায় কোনও সংগঠন নেই। তারা সব সময় যে যেরকম প্রচারের আলােতে থাকার চেষ্টা করেন এমনভাবেই বিধানসভা নির্বাচনে একই অবস্থা তৈরি করছে। মানুষ অত্যন্ত সচেতন তারা ঠিক সময় মতাে জবাব দেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.