মালদহ: ভােট আবহে রাজ্যে বড় মাপের বিস্ফোরণের ছক করছিল দুষ্কৃতিরা।
গ্যাস সিলিন্ডারকে হাতিয়ার করে বিস্ফোরণের কাজে ব্যবহারের জন্য মজুত করা ছিল গ্যাস সিলিন্ডার। সেই সঙ্গেই মজুত ছিল নানা ধরনের অস্ত্র। এই সমস্ত জিনিস গােপন সূত্রে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ৭ জন দুষ্কৃতীকে। রাজ্যে ভােটের মরশুমে এই ধরনের নাশকতার ছকে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানা এলাকায়।
গােপন সূত্রে পুখুরিয়া পুলিশের কাছে খবর ছিল কয়েকজন দুষ্কৃতী রতুয়ার দিকে যাবে। সেই কারণেই আগে থেকেই ওই এলাকায় পৌঁছে যায় পুলিশ। এরপর সেখানে গাড়ি আসতেই পথ আটকে দাঁড়ায় পুলিশ। গাড়িতে থাকা ৭ জনকে আটক করেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বােলেরাে গাড়িতে ওই ৭ জন দুষ্কৃতী বরকল এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের পাকড়াও করা হয়। পুলিশ আধিকারিকরা প্রথমে গাড়িতে থাকা সাত জন যুবককে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথায় অসঙ্গতি মেলায় তাদের গাড়ির তল্লাশি চালায় পুলিশ।
সেই সময়ই গাড়ি থেকে উদ্ধার হয় বিভিন্ন ধরনের অস্ত্র। সঙ্গে উদ্ধার হয় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারও।পুলিশের অনূমান ভােট আবহে কোনও বড় ধরনের হামলা ঘটতেই অস্ত্র ও গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল।
ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। তাদের প্রত্যেকের বাড়িই কালিয়াচক (Kaliachak) এ। পুলিশ কর্মীরা জানিয়েছেন যে ঘটনার তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ঘটনায় আর কারা জড়িত রয়েছে। সেই খোঁজও চলছে।
ভােট আবহে রাজ্যে অস্ত্র ঢোকার খবর গােপন সূত্রে পুলিশের কাছে ছিল। কার্যত সাধারণ মানুষের সুরক্ষা পােক্ত করতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.