পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে রাজ্য জুড়ে যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে, তার পরে কয়েকশো বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আসামের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নিজেই এ বিষয়টি জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (৪ মে ২০২১) টুইট করে হিমন্ত বিশ্ব শর্মা তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কড়া ভাষায় সমালোচনা করে জানিয়েছেন, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে ৩০০-৪০০ জন বিজেপি কার্যকর্তা ও তাদের পরিবার নিয়ে ধুবরি প্রান্ত দিয়ে বাংলা ছেড়ে আসামে প্রবেশ করেছে। তাদের আমরা খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করেছি। মমতা ব্যানার্জির দায়িত্ব নেওয়া উচিত বাংলায় গণতন্ত্রের নামে চলতে থাকা এই ভয়ানক হিংসা-নৃত্য বন্ধ করা। বাংলা ও বঙ্গবাসীর এরকম পরিবেশ প্রাপ্য নয়।"
In a sad development 300-400 @BJP4Bengal karyakartas and family members have crossed over to Dhubri in Assam after confronted with brazen persecution & violence. We’re giving shelter & food. @MamataOfficial Didi must stop this ugly dance of demonocracy!
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 4, 2021
Bengal deserves better. pic.twitter.com/d3MXUvgQam
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোশ্যাল মিডিয়ায় হিমন্ত বিশ্বশর্মার বার্তার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
২০২১ সালের ২ মে তৃণমূল কংগ্রেস রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে। আর বিজেপি ৭৭ টি আসন জিতেছে। এই সময়ে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)- র কাছে হেরে গেছেন।
এরপর থেকে এখানে বিজেপি কর্মীদের ওপর লাগাতার আক্রমণ চলছে। কারোর ঘরবাড়ি নির্মমভাবে ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো কাউকে হত্যা করা হচ্ছে। TMC গুন্ডাদের বিরুদ্ধে হত্যা, হিংসা ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে।
রবিবার (২ মে, ২০২১), অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মী TMCগুন্ডাদের কর্মকান্ড সম্পর্কে বলেন। এর পরেই তাকে হত্যা করা হয়। অভিজিৎ সরকার ফেসবুক লাইভের মাধ্যমে তার বক্তব্য রাখেন।
এমনকি ফেসবুক লাইভে কীভাবে সরাসরি আসতে হয় তা তিনি জানতেন না, তবে তিনি কোনওরকম ভাবে ভিডিও বানান এবং বলেন TMC গুন্ডারা লাগাতার বোমাবাজি করছে এবং তৃনমূলি গুন্ডারা তার ঘর ও অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়। তিনি বলেন যে তাঁর একমাত্র দোষ তিনি একজন বিজেপি কর্মী।
তবে এ জাতীয় ঘটনা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিজয়কে অনেকে মহিমান্বিত করেছিলেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচএস পানাগ এবং বলিউড অভিনেত্রী গুল পানাগের বাবা টিএমসির জয়ের বিষয়ে লিখেছিলেন, "একজন মহিলার রাগ জাহান্নামের ক্রোধের মতো (Hell hath no fury like a woman scorned)।" এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে কটূক্তি করে।
পশ্চিমবঙ্গে হিংসার পরিপ্রেক্ষিতে (৪ মে ২০২১)বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (J.P Nadda) কলকাতায় পৌঁছে তৃণমূল কংগ্রেসকে সতর্ক করে বলেন আমরা গণতান্ত্রিক লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
নাড্ডা বলেন, “আমরা এই বিচারধারার লড়াই এবং টিএমসির অসহিষ্ণুতায় পূর্ণ গতিবিধির লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে প্রস্তুত। আমি এখন দক্ষিণ ২৪ পরগনা যাব এবং নির্বাচনের ফলাফল বের হওয়ার কয়েক ঘন্টা পরে নিহত দলীয় কর্মীদের বাড়ি যাব। ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.