আবারও কোচবিহারের সিতাইয়ে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৩১ মে, ২০২১

আবারও কোচবিহারের সিতাইয়ে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ।

কোচবিহার: সিতাইয়ে (Sitai) বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম অনিল বর্মন।

a hanging body of bjp worker recover at sitai, anil barman

অভিযােগ,গত শনিবার রাত থেকে ওই বিজেপি কর্মী (Bjp worker) বাড়ি ফেরেননি। এরপরেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লােকেরা। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির সামনে এক জঙ্গল থেকে।


স্থানীয় বিজেপির অভিযােগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। এদিকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিতাই থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পুরাে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

অভিযােগ, ভোট পরবর্তী হিংসার জেরে ভােটের ফল ঘােষণার পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা অনিল বর্মনের বাড়ি ভাঙচুর করে। এরপর তিনি দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া ছিলেন। ইতিমধ্যেই তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানাে হয়েছে।

বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা জানান, ভোটের পর থেকেই তৃণমূল নেতারা অনিল বর্মনকে হুমকি দিচ্ছিল। তাঁর বাড়ির উপর হামলাও হয়। তাঁকে গত রাতে খুন করা হয়েছে। তাঁর দাবী পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের মদতেই এই কাজ করা হয়েছে।

এই সমস্ত অভিযােগ খন্ডন করেছেন তৃণমূল কংগ্রেস (TMC)-র সিতাই এর বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর দাবি, অনিল বর্মন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই হয়ত আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, আমি চাই পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক। তবে সিতাইয়ে কোনও তৃণমূল নেতা হিংসার ঘটনার সঙ্গে যুক্ত নয়।

এদিকে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের দাবি, গােষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। এদিকে বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা অনিল বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্বও।

এটা কী খুন, নাকি আত্মহত্যা, এই প্রশ্নে তােলপাড় হয়ে গিয়েছে গােটা জেলা। বিজেপি এটাকে খুন বলে দাবি করলেও তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাছাড়া গােটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের আদাবাড়ী গ্রাম পঞ্চায়েতের হােকোদহ গ্রামের অনিল বর্মন নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
হয় বাড়ির পাশ থেকে।

রবিবার সকালে পরিবারের সদস্যরা অনিলবাবুর ঝুলন্ত দেহ দেখতে পান। অভিযােগ, বিধানসভা নির্বাচনের ফল ঘােষণার পর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে।

বিজেপির অভিযােগ, দীর্ঘদিন তিনি শাসকদলের অত্যাচারে বাড়ির বাইরে ছিলেন। গত তিন চারদিন হলাে তিনি বাড়িতে ফিরে এসেছেন। সেই খবর চাউর হতেই এই ঘটনা ঘটেছে।

বেশ কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল যাতে তিনি তৃণমূল কংগ্রেস যােগদান করেন। কিন্তু তিনি যােগদান করেননি সেই রাগেই অমিনবাবুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযােগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad