শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে উডবার্ন ব্লকে গান গায়লেন মদন মিত্র। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ৩১ মে, ২০২১

শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে উডবার্ন ব্লকে গান গায়লেন মদন মিত্র।

শনিবার মদন মিত্রর লাইভটা যারা শুনেছেন, তাঁদের মনে এক উচ্ছাসে ভরা ছেলেমানুষের কথা মনে হতে পরে।

madan mitra release from sskm hospital

আজ হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন কামারহাটির বিধায়ক। এখন বাড়ি ফিরছেন। গান গেয়ে গেয়ে সে কথাই জানিয়েছেন তিনি। আদালত জামিন মঞ্জুর করেছে এই শর্তে যে সংবাদ মাধ্যমের কারও সঙ্গে কথা বলা যাবে না, এরকম আরও কিছু শর্তে।


বরিবরই আনন্দ প্রিয় মানুষ তিনি। কার কাছে ছুটির আনন্দের কথা বলবেন, তাই ফেসবুক।যাঁকে মদন বলেছেন নিজের সঙ্গে কথা বলছি আমি। বলেই দেদার কবিতা, গান, রবীন্দ্রনাথ, উপনিষদের বাণী, রকমারি সানগ্লাস মিলেমিশে আবার একাকার মদন।

পৌনে আট মিনিটের লাইভে বিধায়ক শুরু করছেন 'আমি মুক্ত' বলে। গত কয়দিনে এসএসকেএম হাসপাতাল (sskm hospital)-র উডবার্ন ব্লকের যে করিডর ভিআইপি চলাচলে আলােচ্য বিষয় হয়ে উঠেছিল, সেই করিডরে দাঁড়িয়েই মদন এদিন ডাক্তার, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর যা যা সমস্যা রয়েছে চিকিৎসায় তার ফলােআপ চলবে। তবে আপাতত তিনি সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে কথাও নিজেই বলেছেন।

বিচারব্যবস্থার উপর আস্থার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ সকালে ছুটি পেয়েই তিনি প্রথমে একটি মন্দিরে পূজো দেবেন। তারপর দুপুর থেকে শুরু তাঁর সওয়ারি। নিজেই জানিয়েছেন সেই কর্মসূচির কথা পরে আরও একটি লাইভ করে।

আজ ডানলপ মােড় থেকে তাঁর প্রিয় হার্লে ডেভিডসন নিয়ে তিনি বেরােবেন। ঘুরবেন গােটা কামারহাটির সেফ হােম আর কোভিড চিত্র এই কদিনে কোথায় দাঁড়িয়েছে তা বুঝতে। যে কটাদিন তিনি হাসপাতালে কাটিয়েছেন তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন সোহম, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তীরা।

প্রত্যেককে ধন্যবাদ দিয়ে শেষ করেছেন সেই সিগনেচার গান ধরে- 'ওহ লাভলি'!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad